রমিজ রাজা। ছবি: গেটি ইমেজস
বেজে উঠেছে পিএসএলের দামামা। ক্রিকেটের বাইশ গজ মাতাবেন বাবর–হেলসরা৷ তেমনি ধারাভাষ্যকক্ষ মাতাবেন ওয়াকার ইউনিস, ড্যানি মরিসনদের মতো তারকারা। কিন্তু এবার পিএসএলের ধারাভাষ্যকক্ষে দেখা মিলবে না রমিজ রাজার।
কয়েকদিন আগে দায়িত্ব ছেড়েছেন পাকিস্তানের সভাপতিত্ব থেকে। এরপরই যেনো পিসিবি ও রমিজ রাজার সম্পর্ক তৈরি হয়েছে দা-কুমড়ায়! এবার সেটিই ছাপ পড়েছে পিএসএলেও।
পাকিস্তানের জমজমাট ঘরোয়া আসরে এবার ধারাভাষ্য দিতে দেখা যাবে ওয়াকার ইউনিস, ড্যানি মরিসন, মার্ক বুচার, তারিক সাইদ, বাজিদ খান, নিক রাইট, কাস নাইডু, সিকান্দার বখস ও উরোজ মুমতাজের মতো তারকাদের। এছাড়াও উপস্থাপক হিসেবে দেখা যাবে জয়নব আব্বাস, এরিন হল্যান্ডকে।
এইসব তারকাদের ধারাভাষ্যকক্ষ মাতাতে দেখা গেলেও দেখা মিলবে না রমিজ রাজার। মূলত পিসিবির সাথে বাজে সম্পর্কের জেরেই রাখা হয়নি রমিজকে।