আত্মঘাতী গোলের পর উল্লাস! ছবি: সংগৃহীত
সময়টা যেন ভালো কাটছে না রিয়াল মাদ্রিদের। উড়ন্ত রিয়াল মাদ্রিদ যেন খেয় হারিয়ে বসেছে হঠাৎ করেই। বেনজেমার ইনজুরির পর মার্কো আসেনসিওর পেনাল্টি মিসে মায়োর্কার বিপক্ষে হারলের বিষাদ নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।
আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) মায়োর্কার ঘরের মাঠে আতিথ্য পায় রিয়াল মাদ্রিদ। চোটের কারণে একাদশে ছিলেন না করিম বেনজেমা। এছাড়াও ম্যাচের আগ মূহুর্তে ইনজুরিতে পড়ে ম্যাচে নামা হয়নি নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়াওয়ার।
বেনজেমা–কোর্তোয়াওয়ার শূন্যতা নিয়ে মাঠে নামা রিয়াল মাদ্রিদ যেন পিছিয়ে পড়েন আগেই। ম্যাচের ১৩ তম মিনিটে বাম দিক থেকে দানি রদ্রিগেসের আসা ক্রসে একসঙ্গে লাফিয়ে ওঠেন মুরিহি ও নাচো, বল প্রথমে মায়োর্কা ফরোয়ার্ডের মাথা ছুঁয়ে রিয়াল ডিফেন্ডারের মাথায় লেগে জালে জড়ালে উল্লাসে মেতে ওঠে স্বাগতিকরা। শুরুতেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ।
এরপর পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকলেও লক্ষ্যে শট নিতে পারেনি একটিও। এরমাঝে ৬০তম মিনিটে পেনাল্টি থেকে সমতা টানতে ব্যর্থ হন মার্কো আসেনসিও। এরফলে সহজ সুযোগ হাতছাড়া করে পয়েন্ট হারায় দলটি।
এই হারের ফলে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ, ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।