সেঞ্চুরির পর চন্দরপলের উল্লাস। ছবি: সংগৃহীত
বুলাওয়েতে দ্বিতীয় দিনেও বৃষ্টি দাপট। শেষ বিকেলে বল মাঠে গড়ালে রাঙিয়ে দেন চন্দরপল, ব্রাথওয়েটরা দুই ওপেনারের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটে ২০২১ রান।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারুণ্য নির্ভর দল নিয়ে মাঠে নেমেছে জিম্বাবুয়ে। শনিবার (৪ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। টস ভাগ্যে জয়ী ব্রেথওয়েটের সাথে ওপেনিংয়ে নামেন তেজনারায়ণ চন্দরপল। প্রথম দিনে দেড় সেশনের একটু বেশি খেলা হলে শুরু হয় বৃষ্টি। শেষ বিকেলে বৃষ্টি বাঁধায় আর বল মাঠে না গড়ালে ব্রাথওয়েট ৫৫ ও চন্দরপল ৫৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) ম্যাচের দ্বিতীয় দিনে নির্ধারিত সময়ে খেলা শুরুু হয়নি বৃষ্টির কারণে। দিনের প্রথম দুই সেশন বৃষ্টির কারণে ভেস্তে গেলেও শেষ সেশনে বল গড়ায় মাঠে। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের বোলারদের কোনো সুযোগই দেননি দুই ওপেনার। অসাধারণ ব্যাটিংয়ে ২২৬ বলে সেঞ্চুরি তুলে নেন ব্রাথওয়েট, এরপর দিনের শেষ মূহুর্তে সেঞ্চুরির দেখা পান শিবনারায়ণ চন্দরপলের ছেলে তেজনারায়ণ চন্দরপল। দুই ওপেনারের অসাধারণ ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২২১ রান। দিনশেষে ব্রাথওয়েট ১১৬ ও চন্দরপল ১০১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
এরই সাথে ২০১৪ সালের পর জিম্বাবুয়ের বিপক্ষে একই ইনিংসে দুই ওপেনার সেঞ্চুরির দেখা পেয়েছেন। এরআগে মাত্র ৩ বার বিপক্ষের দুই ওপেনার জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।