• ক্রীড়া ডেস্ক
  • ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২০:৩৪
  • ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২০:৩৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

তুরষ্ক–সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ২৩০০

চলছে উদ্ধারকাজ। ছবি: সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্প হানা দিয়েছে তুরষ্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায়। সোমবার ৭.৮ মাত্রায় ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে তুরস্ক ও সিরিয়ার বেশকিছু এলাকা। এই ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০০, এছাড়াও আহত হয়েছেন ৮ হাজারের বেশি মানুষ। 

আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪ টা ১৭ মিনিটে তুরস্কে ৭.৮ মাত্রায় আঘাত হানে ভূমিকম্প। তুরষ্কের সীমান্তবর্তী এলাকা হওয়ায় এটির প্রভাব পড়েছে সিরিয়াতেও। এরফলে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই দেশের মানুষই।

তুরস্কের গণমাধ্যম সিবিএসের তথ্যমতে, এখন পর্যন্ত শুধুমাত্র তুরস্কে ১ হাজার ৪৯০ জন মানুষ নিহত হয়েছে৷ এছাড়াও সিরিয়ায় ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলেও জানিয়েছেন সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

আঘাত এতোটাই ভয়াবহ যে তুরস্কে প্রায় ৩ হাজার ভবন ধ্বংস হয়েছে। এছাড়াও দেশটিতে প্রায় ৮ হাজার মানুষ আহত হয়েছেন বলেও জানান গণমাধ্যমটি। এখন পর্যন্ত অনেক মানুষ ধ্বংসস্তুপে আটক রয়েছে, তাই মৃত্যু সংখ্যা বাড়বপ বলেও ধারণা করা হচ্ছে। 

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভূকম্পনবিদ স্টিফেন হিকস বলেন, ৮৪ বছর পর তুরস্কে এমন ভূমিকম্প হয়েছে। এর আগে ১৯৩৯ সালের ডিসেম্বরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল দেশটিতে। সেই ভূমিকম্পে ৩০ হাজার মানুষের প্রাণহাণি ঘটেছিল। এবার মৃত সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে সেটির জন্য অপেক্ষায় থাকতে হবে আরও কিছুদিন। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1543 seconds.