দিন-রাত চলছে উদ্ধার কাজ৷ ছবি: সংগৃহীত
মৃত সংখ্যা বেড়েই চলছে তুরষ্ক ও সিরিয়ার ভূমিকম্পে। ৮৪ বছর পর ভয়াবহ ভূমিকম্পে তুরষ্ক ও সিরিয়ার বেশকিছু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৭.৮ মাত্রায় হওয়া ভূমিকম্পে মৃত্যু ইতিমধ্যেই ৩৮০০ ছাড়িয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪ টা ১৭ মিনিটে তুরস্কে ৭.৮ মাত্রায় আঘাত হানে ভূমিকম্প। তুরষ্কের সীমান্তবর্তী এলাকা হওয়ায় এটির প্রভাব পড়েছে সিরিয়াতেও। এরফলে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই দেশের মানুষই।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, অস্বাভাবিক ভাবে বাড়ছে মৃত সংখ্যা। শুধুমাত্র তুরষ্কেই মৃত সংখ্যা দাঁড়িয়েছে প্রায় আড়াই হাজারে। এছাড়াও সিরিয়ায় প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু ঘটেছে।
ভূমিকম্প এতোটাই ভয়াবহ যে, হাজার হাজার ভবন মাটির সঙ্গে মিশে গেছে৷ ধ্বংস হয়েছে প্রায় ৬ হাজার বাড়ি-ঘর। প্রায় চার হাজার মৃতর সঙ্গে আহত হয়েছে ১৪ হাজারের বেশি মানুষ।
এরআগে ১৯৩৯ সালে এমন ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল দেশটিতে। সেবার প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিলো।