উদ্ধার কাজ চলছেই। ছবি: সংগৃহীত
৮৪ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে তুরষ্ক ও সিরিয়ায়। ৭.৮ মাত্রায় হওয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১৫০০০ ছাড়িয়েছে। আহত প্রায় ৩৪ হাজার মানুষ।
সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪ টা ১৭ মিনিটে তুরস্কে ৭.৮ মাত্রায় আঘাত হানে ভূমিকম্প। এতে তুরষ্কের বেশকিছু এলাকার সাথে ক্ষতিগ্রস্ত হয় সিরিয়ার সীমান্তবর্তী কিছু এলাকা৷ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায় ৭.৮ মাত্রায় আঘাত হানা ভূমিকম্পে তুরষ্কে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে বারো হাজার। এছাড়াও সিরিয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন হাজার।
তুরস্কে আঘাত হানা ১০ টি শহরে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছে তুরষ্ক সরকার৷ এছাড়াও দেশটিতে চলছে সাত দিনের রাষ্ট্রীয় শোক। আঘাতের ৩ দিহ পেরিয়ে গেলেও এখনও উদ্ধার কাজ চলছেই।
এরআগে ১৯৩৯ সালে ৭.৪ মাত্রায় তুরস্কে আঘাত হেনেছিল ভূমিকম্প। এতে প্রায় ১৭ হাজার মানুষ নিহত ও ৩৩ হাজার মানুষ আহত হয়েছিল। এবার সেটিকে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশ এগিয়ে এসেছে তুরস্কের এমন ভয়াবহ পরিস্থিতিতে।