ধ্বংসস্তূপের দৃশ্য। ছবি: সংগৃহীত
ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। তুরস্ক ও সিরিয়ায় ৭.৮ মাত্রায় হওয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ছাড়িয়েছে ৩৪ হাজার। আহত হয়েছে হাজার হাজার মানুষ।
গত সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪ টা ১৭ মিনিটে তুরস্কে ৭.৮ মাত্রায় আঘাত হানে ভূমিকম্প। এতে তুরষ্কের বেশকিছু এলাকার সাথে ক্ষতিগ্রস্ত হয় সিরিয়ার সীমান্তবর্তী কিছু এলাকা৷ তুরস্কের জরুরি সমন্বয় কেন্দ্র এসএকেওএম জানিয়েছে, ৭.৮ মাত্রায় আঘাত হানা ভূমিকম্পে তুরষ্কে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় প্রায় ত্রিশ হাজার (২৯৬০৫)। এছাড়াও সিএনএন জানিয়েছে, সিরিয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৭৪ জন।
তুরস্কে আঘাত হানা ১০ টি শহরে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছে তুরষ্ক সরকার৷ এছাড়াও দেশটিতে চলছে সাত দিনের রাষ্ট্রীয় শোক। আঘাতের ৬ দিন পেরিয়ে গেলেও এখনও উদ্ধার কাজ চলছেই। এদিকে, ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে ১০ বছরের বালিকাকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারীরা।
এরআগে ১৯৩৯ সালে ৭.৪ মাত্রায় তুরস্কে আঘাত হেনেছিল ভূমিকম্প। এতে প্রায় ১৭ হাজার মানুষ নিহত ও ৩৩ হাজার মানুষ আহত হয়েছিল।