• বিনোদন ডেস্ক
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩৪:০৭
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩৪:০৭
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

মালা তুমি আমার, অহনাকে শামীম

ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় জুটি শামীম হাসান সরকার ও অহনা রহমান। ইতোমধ্যে একসঙ্গে দুই ডজন নাটকের কাজ শেষ করেছেন তারা। পর্দায় তাদের কেমিস্ট্রি যেমন জনপ্রিয়, তেমনই বাস্তব জীবনেও এই জুটির প্রেমের গুঞ্জনে নাটকপাড়ার বাতাস ভারী। এদিকে একের পর এক ছবি ও স্ট্যাটাস দিয়ে সেসব আলোচনাকে উসকে দিচ্ছেন এ অভিনেতা।

রোববার (১২ ফেব্রুয়ারি) প্রকাশ্যে এসেছে শামীম-অহনা জুটির নতুন নাটক ‘মালা তুমি কার’। মোহিন খানের রচনা ও পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন মাসুম বাশার, সেলজুক তারিক, আমিন আজাদ, রিমু রোজা, ফাতেমা হিরা, শৈশব আমিরিসহ অনেকেই।

নাটকটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় লিংক শেয়ার করে অনুরাগীদের দেখার সুযোগ করে দিয়েছেন শামীম ও অহনা। তবে অহনার পোস্টে শামীমের মন্তব্য নেটিজেনদের নজরে এসেছে। নাটকের নামের সূত্র ধরেই অভিনেতা মন্তব্য করেছেন, ‘মালা তুমি আমার।’

এর আগে, গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে অহনার সঙ্গে তোলা দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শামীম। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের পাড়ে পা-তা পানিতে নেমে দুজনে দাঁড়িয়ে আছেন। সামনে উত্তাল সমুদ্রের ঢেউ ধেয়ে আসছে তাদের দিকে।

পেছন থেকে তোলা দুটি ছবির একটিতে দুজনকে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও অন্যটিতে শামীমের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে ছিলেন অহনা। এক হাতে অভিনেতাও তাকে জড়িয়ে রেখেছেন। ছবিতে স্পষ্ট, চাঁদনী রাতে দুজন একান্তে সমুদ্রের গর্জন উপভোগ করছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1506 seconds.