আর্নে এসপিল। ছবি: সংগৃহীত
ফুটবল মাঠে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা এবারই প্রথম নয়। কিন্তু পেনাল্টি ঢেকিয়ে মৃত্যু যেনো এবারই প্রথম। ঘটনাটি ঘটেছে উইঙ্কেল বনাম ওয়েস্ট্রোজবেকের ম্যাচে। যেখানে পেনাল্টি রুখে দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন বেলজিয়ান গোলরক্ষকে আর্নে এসপিল।
ঘটনাটি ঘটেছে বেলজিয়ামের দ্বিতীয় ডিভিশন লিগে। উইঙ্কেলের ঘরের মাঠে ওয়েস্ট্রোজবেকের বিপক্ষে বিপক্ষে ম্যাচে। ম্যাচের দ্বিতীয়ার্ধে ওয়েস্ট্রোজবেকের পেনাল্টি শুট রুখে দেন আর্নে। কিন্তু এরপরই ঘটেছে বিপত্তি। তৎক্ষনাৎ মাঠেই অচেতন হয়ে পড়েন তিনি। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আর্নের মৃত্যুর বিষয়ে তদন্ত করবে কতৃপক্ষ। যদিও মৃত্যুর কোনো কারণ জানা যায়নি। আর্নের মৃত্যু মৃত্যুতে শোক প্রকাশ করেছে তার ক্লাব উইঙ্কেল। মৃত মৃত্যুকালে আর্নের বয়স হয়েছিল ২৫ বছর।