গোলের পর জিরুদের উল্লাস। ছবি: গেটি ইমেজস
বয়স ৩৬, তবুও জিরুদ রয়েছে ক্ষেপাটে। আগ্রাসন আর ক্ষিপ্রতায় নিজেকে ছাড়িয়ে যাওয়া জিরুদ এখন ফ্রান্সের পক্ষে সর্বোচ্চ গোলদাতাও। কাতার বিশ্বকাপে নিজেকে নতুন রূপে প্রমাণ করা অলিভার জিরুদ খেলে যেতে না ফ্রান্সের জার্সিতে।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের উল্লাস করা হয়নি ফ্রান্সের। বিশ্বকাপ পরবর্তী সময়ে হঠাৎই অবসরের ঘোষণা দেন দলটির অধিনায়ক ও গোলরক্ষক হুগো লরিস, করিম বেনজেমা সহ আরও কয়েকজন অবসরের ঘোষণা দিলেও ৩৬ বছর বয়সী জিরুদ অবসর নিয়ে ভাবছেন না কিছুই।
মানসিক ও শারীরিক ভাবে চাঙা থাকা জিরুদ কাতার বিশ্বকাপে থিয়েরি অরির রেকর্ড ৫১ গোলের রেকর্ড ভেঙে ফ্রান্সের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা বনে যায়। বর্তমানে ফ্রান্সের জার্সিতে ৫৩ গোল করে শীর্ষে থাকা জিরুদ ফ্রান্স দুই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন এখনও কিছুই শেষ হয়নি, আরও কিছুদিন খেলে যেতে চান।
জিরুদ বলেন, ‘এখনো কিছুই শেষ হয়নি, অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে। বুট জোড়া ও ফ্রান্সের জার্সি আমার হৃদয়ে জায়গা করে রয়েছে। এত তাড়াতাড়ি এগুলো তুলে রাখতে চাই না। সামনে এগিয়ে যেতে আমি শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত। ফ্রান্স টিমে এখনো জায়গা পাওয়ার মতো ফিট রয়েছি।’
চলতি বছরের মার্চে ইউরো বাছাইপর্বেও খেলতে চান জিরুদ। কোচ দেশমের সাথে নিজের পরিকল্পনা নিয়েও কথা বলতে চান জিরুদ।