খেলবেন প্রীতি ম্যাচ। ছবি: সংগৃহীত
মেসির হাত ধরে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটেছে আর্জেন্টিনার। কাতার বিশ্বকাপে সোনালী ট্রফি জয়ের পর বাফুফে আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনতে উঠেপড়ে লেগেছিল। বর্তমানে বাফুফে চুপ থাকলেও আর্জেন্টাইন সাংবাদিকের দাবী চলতি বছরের জুনে বাংলাদেশে আসবে মেসিরা।
‘ডোবেল আমারিলা’ নামে টুইটার অ্যাকাউন্টেও আজ জানান যে আগামী জুনে বাংলাদেশে পা রাখবে আর্জেন্টিনা। এমনকি এই সফরে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে মেসিরা। যেটির সম্ভাব্য তারিখ ১২ থেকে ২০ জুন।
আমারিলার তথ্যমতে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে ম্যাচটি। এর আগেও বাংলাদেশ সফরে এসে এখানে ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। এরআগে বাফুফে জানিয়েছিল ১০০ কোটি টাকা খরচ হলে হলেও আর্জেন্টিনাকে আনবে বাংলাদেশে। সেটি শেষ পর্যন্ত গুঞ্জনই রয়ে যায়।