বিশ্বকাপ ট্রফি হাতে স্কালোনি। ছবি: সংগৃহীত
গুঞ্জন সত্যি হতে চলছে, অবসান ঘটতে চলছে অপেক্ষার। বিশ্বকাপ জয়ী লিওনেল স্কালোনির সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করতে চলছে আর্জেন্টিনা। বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি (TYC) স্পোর্টস।
স্কালোনি যেনো বদলে দিয়েছে আর্জেন্টিনাকে। তার নেতৃত্বে কোপা আমেরিকা, ফাইনালিসম জয়ের পর ৩৬ বছরের অবসান ঘটিয়ে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি জয়ের উল্লাসে মেতেছে আর্জেন্টিনা।
২০২২ কাতার বিশ্বকাপের আগেই স্কালোনির সঙ্গে চুক্তি বাড়ানোর গুঞ্জন উঠেছিলো। কাতার বিশ্বকাপ জয়ের পর সেটি আরও বেড়ে যায়। বিশ্বকাপ জয়ের পর ছুটিতে থাকায় স্কালোনির সঙ্গে কথোপকথন করতে পারেনি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
এবার ফ্রেন্ডলি ম্যাচের জন্য আবারও নতুন করে স্কালোনির সঙ্গে বৈঠকে বসত চলছে আর্জেন্টিনা। আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্টন এডুলর মাধ্যমে জানা যায় আর্জেন্টিনাট কোচ হিসেবে ২০২৬ বিশ্বকাপেও দেখা যাবো স্কালোনিকে। বিষয়টি প্রায় নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
https://twitter.com/gastonedul/status/1625882190264389632?s=20