গোলের পর গাভিদের উল্লাস। ছবি: সংগৃহীত
চলতি বছরে নিজেদের সেরা ফুটবল উপহার দিয়েও যেন জয়টা পাওয়া হলোনা বার্সেলোনা। ঘরের মাঠে এগিয়ে গিয়েও পিছিয়ে পড়া বার্সাকে রক্ষা করেছে রাফিনিয়া। ২-২ সমতায় খেলা শেষ হলেও চলতি সপ্তাহের তো বটেই, চলছি বছরের সেরা ফুটবল লড়াই দেখলো ফুটবল প্রেমীরা।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যু তে ইউরোপ লিগের নকআউট পর্বের প্লে-অফ রাউন্ডের প্রথম লেগে মুখোমুখি হয় বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে শুরুতে বার্সাকে চেপে ধরলেও ক্রমেই ম্যাচে উত্তেজনা বাড়িয়ে দেন গাভি–লেভানরা।
ম্যাচের সপ্তম মিনিটেই বার্সার উপর চেপে বসেছিলো ম্যানচেস্টার। সেই যাত্রায় বার্সাকে রক্ষার করেন জর্দি আলবা। সেই সাথে আলবা দারুণ ক্ষিপ্ততায় অষ্টম মিনিটেই করে বসেন পাল্টা আক্রমণ। কিন্তু এই যাত্রায় সফল হয়নি বার্সা। এরপর দুই দলই মরিয়া হয়ে ওঠে গোলের জন্য। ম্যাচের ২৮ তম মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন বেহর্স্টা। এরপর ম্যাচের ৩৪ তম মিনিতে মার্কাস র্যাশফোর্ডের জোড়ালো শটে প্রায় গোলই হয়ে যাচ্ছিলো। কিন্তু এই যাত্রায় বার্সাকে রক্ষা করেন স্টেগান। এরপর ম্যাচের ৪১ তম মিনিটে ধাক্কা খায় বার্সা। ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন পেদ্রি। এরপর প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা না পেলে গোল শূন্য ড্রয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর যেনো খেলায় গতি বেড়ে যায়। দুই দলেরই অসাধারণ পারফরম্যান্সে জমা ওঠা ম্যাচে ৪৯ তম মিনিটে ম্যানচলস্টারের জালে বল জড়িয়ে উল্লাসে মেতে ওঠেন আলোনসোর। কন্তুি সেই উল্লাস ভালোভাবে করা হয়নি বার্সার। কেননা, ম্যাচের ৩ মিনিটের মধ্যেই গোল শোধ করে নেন ম্যানচেস্টার ইউনাইটেড।
১-১ সমতা থাকার পর ম্যাচে এগিয়ে যায় ম্যানচেস্টার। ম্যাচের ৫৯ মিনিটে আবারও শিরোপা জয়ের উল্লাস করে দলটি। কিন্তু ৭৬ তম মিনিটে রাফিনিয়ার অসাধারণ গোলে সমতায় ফেরে বার্সা
শেষ পর্যম্ত বর কোনো দল গোল করেত ব্যর্থ হলে ২-২ সমতায় থেকে শেষ হয় হাইভোল্টেজ ম্যাচটি। ম্যাচে বল দখল কিংবা আক্রমণ, সবখানে বার্সা এগিয়ে থাকলেও ২-২গোলে শেষ হয় লড়াই।