ছবি : সংগৃহীত
অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে ' দাঁড়িকমা প্রকাশনা ' থেকে প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক ফারজানা আক্তারের প্রথম শিশুতোষ গল্পের বই ' গল্পের বন্ধু '। বইটি পাওয়া যাবে মেলার ৪৮৮ নাম্বার স্টলে। বইটির প্রচ্ছদ এবং বইয়ের ভেতর গল্পের সাথে মিল রেখে ছবি অংকন করেছেন লুৎফি রুনা।
'গল্পের বন্ধু' বইটি একটি মানবিক গল্প। পুরো গল্প জুড়ে রয়েছে পজেটিভ ভাইভ। কিছুটা প্যারেন্টিংয়ের আঁচও রয়েছে।
টুটুল, টুম্পা এবং রাফি তিন শিশুর গল্প নিয়ে মূলত "গল্পের বন্ধু" বইটির গল্প এগিয়েছে। রাফি প্রচন্ড ডিভাইস এডিক্টেড। ফোন ছাড়া এক সেকেন্ডও তাঁর চলে না। অন্যদিকে, টুটুল এবং টুম্পা পড়াশোনা করতে ভালোবাসে। পড়াশোনার বাইরে মাকে নানানভাবে নানান কাজে সহযোগিতা করে।
রাফি ধনী পরিবারের সন্তান, অন্যদিকে টুটুল এবং টুম্পা দরিদ্র পরিবারের।
গল্প যত যেভাবে পাঠক বুঝতে পারবে কিভাবে রাফির সাথে পরিচয় হয় টুটুল, টুম্পার। কিভাবে বদলে যেতে শুরু করে রাফি। পুরো গল্প জুড়ে রয়েছে একটি পজেটিভ এবং স্নিগ্ধ ভাইভ।
ফারজানা আক্তার মূলত সমসাময়িক নানান ইস্যু নিয়ে ছোট গল্প লিখেন। মতামত বিভাগেও লিখেন। ই - বুক বইটইয়ে তাঁর লেখা ছোট গল্প রয়েছে। প্রিন্ট কপিতে " গল্পের বন্ধু " তাঁর লেখা প্রথম বই।