• ক্রীড়া ডেস্ক
  • ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ০১:২১:৩৭
  • ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ০১:২১:৩৭
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

‘মেসিকে ২০২৬ বিশ্বকাপ খেলতেই হবে’

এমনটাই দাবী করেন ডি মারিয়া। ছবি: সংগৃহীত

একবার ভাবুন তো ২০২৬ বিশ্বকাপে মেসি খেলছে! কেমন অনুভব হবে আপনার? নিশ্চয়ই আনন্দে আত্মহারা হবেন। কিন্তু এইসব এখন কল্পনা, ২০২৬ বিশ্বকাপে মেসি খেলবেন কি-না সেটিও কোটি ডলারের প্রশ্ন। তবে মেসির সতীর্থ আনহেল ডি মারিয়া জানালেন মেসিকে ২০২৬ বিশ্বকাপ খেলতেই হবে।

কাতার বিশ্বকাপ জয়ের পর মেসি জানিয়েছেন আরও কিছুদিন বিশ্বকাপ জয়ী ফুটবলার হিসেবে আর্জেন্টিনার জার্সিতে খেলতে চান। তবে আগামী বিশ্বকাপ খেলবেন কি-না সেটি জানেন না খোদ মেসিই। তবে, মেসির ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী তার সতীর্থরা। এমনকি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও মেসির আগামী বিশ্বকাপ খেলার পক্ষে।

কাতার বিশ্বকাপ জয়ের পর স্কালোনি জানিয়েছিল, মেসি যদি আগামী বিশ্বকাপ খেলেন তাহলে ১০ নাম্বার জার্সিটি মেসির জন্যই বরাদ্দ থাকবে। এছাড়াও তরুণ ফুটবলারদের কণ্ঠেও শোনা গিয়েছে ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি। এবার ডি মারিয়ে একপ্রকার আবদারই করে বসলেন।

সাম্প্রতিক সময়ে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, ‘মেসিকে পরবর্তী বিশ্বকাপ খেলতেই হবে। সে ইতিহাসের সেরা ফুটবলার।’

মেসিকে পরবর্তী বিশ্বকাপে দেখতে চাইলেও আর আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ খেলার ইচ্ছে নেই ডি মারিয়ার। তার স্বপ্ন এখন কোপা জয়ে। ডি মারিয়া বলেন, ‘আগামী বিশ্বকাপের স্বপ্ন আমি দেখি না। সামনে কোপা আমেরিকা জয় আমার জন্য দারুণ বিষয় হবে। সেখানে চেষ্টা করায় বেশি গুরুত্বপূর্ণ।’

মেসিকে ইতিহাসের সেরা মনে করেন ডি মারিয়া। এর পেছনে যথেষ্ট যুক্তিও দিয়েছেন মারিয়া। এছাড়াও কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে মেসির তুলনা নিয়ে কথা উঠলে মেসিকেই এগিয়ে রাখেন ডি মারিয়া। 

ডি মারিয়া বলেন, ‘৭ টি ব্যালন ডি'র, কোপা আমেরিকা, ফিনালাসিমা, বার্সার হয়ে এতকিছু জয়, এবং বিশ্বকাপ। মেসি সেরা এবং সেখানেই থাকবে। ডিয়েগো হচ্ছে ডিয়েগো। আমার কাছে মেসিই সেরা। উনি ফাইনালে থাকলে বিষয়টা দারুণ হতো, মেসির হাতে বিশ্বকাপ দেখে খুশি হতেন।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1484 seconds.