রিয়াল মাদ্রিদের উল্লাস। ছবি: সংগৃহীত
লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষে বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের শীর্ষে উঠতে করতে হবে অবিশ্বাস্য কিছু, তেমনি বার্সার হারও কামনা করতে হবে দলটিকে। সেইসব হিসেব এখন নেই, পয়েন্ট ব্যবধান কমানোর লক্ষ্যে ওসাসুনার মাঠে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে দলটি।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ওসাসুনার ঘরের মাঠে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। এদিন দলে ছিলেন না করিম বেনজেমা। প্রতিপক্ষ কঠিন না হলেও গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরার চেষ্টা করে রিয়াল মাদ্রিদ। শুরুটাও হয়েছিল দারুণ, ম্যাচের প্রথম মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিল কার্লো আনচেলত্তির দল। কিন্তু এই যাত্রায় ওসানুকে রক্ষা করেন গোলরক্ষক সের্হিও এরেরা।
এরপর লড়াই জমে বেশ। আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে সুযোগ তৈরি করে দুই দলই। কিন্তু জালে বল জড়াতে ব্যর্থ হোন দুই দল। প্রথমার্ধে গোলশূন্য সমতায় শেষ হলে দ্বিতীয়ার্ধে তিন পয়েন্টের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। একের পর এক আক্রমণ করে ওসাসুর উপর। কিন্তু কাঙ্খিত সাফল্য পাওয়া হচ্ছিল না দলটির।
প্রথম ৭৫ মিনিটেও গোলের দেখা পাননি রিয়াল। অবশেষে ম্যাচের ৭৮ তম মিনিটে সাফল্য আসে মাদ্রিদ শিবিরে। লুকা মডরিচের বাড়িয়ে দেওয়া বলে ভিনিসিউসের কাটব্যাকে দারুণ একটা গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন ভালভারদে। এরপর ম্যাচের শেষ মূহুর্তে আসেনসিও গোলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
এই জয়ে ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৫৬, এক ম্যাচ কম খেলেই।