ছবি : সংগৃহীত
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। রোববার রাত সাড়ে ১০টায় মারা যান বিএনপির সাবেক এই নেতা ।
নাজমুল হুদার এপিএস মো. শামীম আহসান জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত পরশু তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রোববার আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
তিনি জানান, রাতে মরদেহ ধানমন্ডি বাসভবনে রাখা হবে। সোমবার ধানমন্ডি সাত মসজিদ রোডের মসজিদে হবে জানাজা। সার্বিক বিষয়ে বিস্তারিত পারিবারিকভাবে পরে জানানো হবে।
প্রসঙ্গত, সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা অনেক দিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। গত সপ্তাহে তার গঠিত তৃণমূল বিএনপি নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে।