• ক্রীড়া ডেস্ক
  • ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১০:১৪:৪২
  • ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১০:১৪:৪২
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

কাদিজকে হারিয়ে ২৯ বছরের রেকর্ড ভাঙল বার্সা

লা লিগায় টানা ৭ ম্যাচ জয় পেলো বার্সা। ছবি: সংগৃহীত

লা লিগায় টানা সাত জয়, সবমিলিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত বার্সা৷ একবার ভাবুন কি দুর্দান্ত সময়টাই না কাটাচ্ছে বার্সেলোনা। সেই সাথে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েও নিয়েছে বার্সেলোনা।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে কাদিজকে আতিথ্য দেয় বার্সা। শীর্ষস্থান ধরে রাখতে জয় গুরুত্বপূর্ণ না হলেও রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট বাড়ানোর একটা চ্যালেঞ্জ ছিলো স্বাগতিকদের সামনে।

চ্যালেঞ্জে জয় বার্সার-ই! ম্যাচে শুরু থেকেই কাদিজের উপর আক্রমণ করে বার্সা। কিন্তু বার্সার একের পর এক আক্রমণ প্রতিহত করেন কাদিজের ডিফেন্ডাররা। শেষ পর্যন্ত ম্যাচের ৪৩ তম মিনিটে বার্সাকে এগিয়ে নেন সার্জি রবার্তো। এক-দুই মিনিট যেতে না যেতেই আবারও কাদিজের জালে বল জড়িয়ে উল্লাসে মাতে বার্সা। এবার গোলটি আসে রর্বাট লেভানডফস্কির পা থেকে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে কাদিজ। কিন্তু অফসাইডের ফাঁদে পরে দুইবার গোল বাতিল হলে ফেরা হয়নি তাদের। নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয় নিয়ে নাঠ ছাড়ে বার্সা। এরই সাথে ২৯৷ বছরের রেকর্ডও ভেঙেছে দলটি।

লা লিগায় প্রথম ২২ ম্যাচের ১৭ টি ম্যাচেই গোল হজম করেনি বার্সেলোনা। এরই সাথে প্রথম ২২ ম্যাচে মধ্যে সর্বোচ্চ ১৭ টি ম্যাচে গোল হজম না করার রেকর্ড গড়েছে দলটি। এরআগে ১৯৯৩-৯৪ মৌসুমো ১৬ ম্যাচে গোল হজম না করার রেকর্ড গড়েছিল লা করুনা।

এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৮। ২২ ম্যাচে বার্সার পয়েন্ট ৫৯, অপরদিকে সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫১।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1495 seconds.