• ক্রীড়া ডেস্ক
  • ২১ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩৩:৪১
  • ২১ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩৩:৪১
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

‘ডি মারিয়া যত দিন চায় খেলে যাবে’

আনহেল ডি মারিয়ার উল্লাস। ছবি: সংগৃহীত

আনহেল ডি মারিয়া–আর্জেন্টিনার তো বটেই বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের একজন। ডি মারিয়ার গোলে সবশেষ কোপা জয়ের পর বিশ্বকাপের ফাইনালেও ডি মারিয়ার পা থেকে এসেছিল গোল। এবার সেই ডি মারিয়ে যেন ফ্রি সার্টিফিকেট পেয়ে গেলেন। সেটিও স্বয়ং স্কালোনির থেকেই।

বিশ্বকাপের আগে গুঞ্জন ছিলো কাতার বিশ্বকাপই ডি মারিয়াকে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে শেষবার। ডি মারিয়াও বেশকিছু জায়গায় জানিয়েছিল এমন কথা৷ কিন্তু বিশ্বকাপ জয়ের পর আরও কিছুদিন চ্যাম্পিয়ন তকমা নিয়ে খেলার ইচ্ছে পোষণ করেছিলেন তিনি। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে আসছে কোপা আমেরিকা খেলার ইচ্ছের কথাও জানান তিনি। 

এবার আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সুখবর দিলেন ডি মারিয়াকে। জানিয়ে দিলেন সে চাইলে যতদিন ইচ্ছে খেলতে পারবে। তবে, রয়েছে শর্তও! সেটি হলো, খেলার জন্য নিজেকে ফিট রাখতে হবে ডি মারিয়াকে। কেননা, কাতার বিশ্বকাপেও চোটের কারণে সব ম্যাচ খেলা হয়নি তার।

সম্প্রতি ইতালিতে কোচিং কোর্স করাকালীন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনিকে ডি মারিয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে স্কালোনি বলেন, ‘সে (ডি মারিয়া) একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। সে যত দিন চায় খেলে যাবে। আমি আশা করছি, সে আরও অনেকদিন আর্জেন্টিনার হয়ে খেলবে। তবে, এজন্য তাকে অবশ্যই ফিট থাকতে হবে।’

সংশ্লিষ্ট বিষয়

আনহেল ডি মারিয়া

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1575 seconds.