• ক্রীড়া ডেস্ক
  • ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩০:০৩
  • ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩০:০৩
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

পিছিয়ে থেকেও লিভারপুলের জালে মাদ্রিদের গোলউৎসব

রিয়াল মাদ্রিদের উল্লাস। ছবি: সংগৃহীত

ম্যাচের মাত্র ১৪ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে রিয়াল মাদ্রিদ! এখানে থেকে আপনি কি-বা আশা করতে পারেন? আপনি যে-ই আশা করেন না কেনো, রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর গল্পটা যে ছিল অবিশ্বাস্য। ২-০ গোলে পিছিয়ে থাকা দলটি মাঠ ছেড়েছে ৫-২ গোলের বড় জয়ে।

চ্যাম্পিয়ন্সলীগের শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটাই মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ম্যাচের শুরুতেই রিয়ালের উপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে লিভারপুল। সুফলও পেয়ে যায় দ্রুতই, ম্যাচের চৌদ্দ মিনিটের মাঝেই ২ গোলের লিড পায় লিভারপুল।

এরপর যেকোনো দল চাপে থাকবে এটাই স্বাভাবিক! কিন্তু যেই দলে মদরিচ–ভিনিসিয়ুস–বেনজেমার মতো স্বপ্নবাজ রয়েছে সেই দল কি এতো সহজে মাথা নোয়াবে? না। উত্তর দিয়েছেন ভিনিসিয়ুস নিজেই। ম্যাচের ২১ ও ৩৬ মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে এনে দেন সমতা।

বিরতির পর লিভারপুলের উপর চড়াও হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৪৭ মিনিটে ১ গোলের লিড পাওয়া রিয়াল মাদ্রিদ আরও দুইবার লিভারপুলের জালে বল জড়িয়ে উল্লাসে মেতে ওঠেন। এবার দু'টি গোলই এসেছে করিম বেনজেমার পা থেকে।

নির্ধারিত ৯০ মিনিট শেষে আর রিয়াল যখন মাঠ ছাড়ে ততক্ষণে রেকর্ড গড়েছ দলটি। কেননা, অইউরোপিয়ান প্রতিযোগিতায় অ্যানফিল্ডে প্রথম দল হিসেবে লিভারপুলের জালে ৫ গোল করার রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1546 seconds.