এমনটাই স্বপ্ন দেখছেন বেনজেমা। ছবি: সংগৃহীত
লাল উৎসব ছাপিয়ে সাদাদের জয়োল্লাস! একবার ভাবুন তো ২-০ গোলে পিছিয়ে থেকেও অনফিল্ডে ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়া কতোটা কঠিন? তবে সবকিছু ছাপিয়ে লিভারপুলকে হারিয়ে জয়োল্লাস করেছে বেনজেমা – ভিনিসিয়ুসরা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতের রোমাঞ্চকর ম্যাচে এগিয়ে থেকেও লিভারপুলের জালে গোলউৎসব করা রিয়াল মাদ্রিদের লক্ষ্য এবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা।
চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১৪ বার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এবার ১৫ বারের মতো শিরোপা জিততে চান করিম বেনজেমা। লিভারপুলের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর এমনটাই জানান এই ব্যালন ডি'ওর জয়ী ফুটবলার।
বেনজেমা বলেন, ‘আমরা সবাই ব্যক্তিত্বের সঙ্গে খেলেছি, আমরা সুযোগ তৈরি করেছি। আমরা আবারও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে চাই। ম্যাচটি অসাধারণ ছিলো, এমন ম্যাচ খেলতেও ভালো লাগে।’
ম্যাচে প্রথম ১৪ মিনিটেই ২ গোল হজম করে রিয়াল মাদ্রিদ। এরপর একে একে পাঁচ বার লিভারপুলের জালে বল জড়িয়ে উল্লাস করেন দলটি। বেনজেমা জানালেন ১৫ মিনিটের পর যেই মাদ্রিদের দেখা মিলেছে সেটিই ছিলো প্রকৃত রিয়াল মাদ্রিদ।
বেনজেমা বলেন, ‘১৫ মিনিট পর প্রকৃত রিয়াল মাদ্রিদকে দেখেছে সবাই। আসলে এমন পরিস্থিতিতে ফুটবল বেশ কঠিন, সেখানে তারা আমাদের চেয়ে অনেক ভালো সূচনা করেছিল। কিন্তু এটা বড় ম্যাচ ছিল, আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ছিলাম।’