গ্যাভারদিওলর গোলে সমতায় ফেরে লাইপজিগে। ছবি: গেটি ইমেজা
বল দখল কিংবা আক্রমণ, পুরো ম্যাচ জুড়েই ম্যান সিটি ছিলো দুর্দান্ত। কিন্তু জার্মার ক্লাব আরবি লাইপজিগের বিপক্ষে জয়টায় পাওয়া হয়নি দলটির। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম দেখায় ড্র নিয়েই মাঠ ছেড়েছে দুই দল।
বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২ টায় প্রথম লেগে মুখোমুখি হয় দুই দল। ম্যাচে শুরু থেকেই লাইপজিগিকে চাপে রাখে ম্যান সিটি। দারুণ ফুটবল উপহার দিলেও ম্যান সিটি গোলের দেখা পান ম্যাচের ২৭ তম মিনিটে, সেটিও লাইপজিগের গোলরক্ষকের ভুলে।
ডি-বক্সের সামান্য বাহিরে লাইপজিগের গোলরক্ষকের ভুল পাসে বল পেয়ে যান সিলভা, তার বাড়ানো বলে মাহরেজকে পাস দেন গুনডোগান। সেই সুযোগ মিস করেননি মাহরেজ। সেই একমাত্র গোলে শেষ হয় প্রথমার্ধ।
কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে জার্মান ক্লাবটি। অবশেষে সাফল্যও পেয়ে যায় ক্লাবটি। ম্যাচের ৭০ তম মিনিটে ডিফেন্ডার গ্যাভারদিওলর অসাধারণ এক গোলে সমতায় ফেরে লাইপজিগে।
এরপর জমে ওঠে ম্যাচ, দুই দলই মরিয়া হয়ে ওঠে গোলের জন্য। শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা না পেলে ১-১ সমতায় শেষ হল খেলা৷