রোনালদোর বিলাসবহুল বাড়ি। ছবি: সংগৃহীত
ম্যানচেস্টার ইউনাইটেড রোনালদোকে বিদায় বলেছেন কাতার বিশ্বকাপের মাঝপথেই। রোনালদোর গন্তব্য এখন সৌদি আরব। তাইতো ম্যানইউতে কোনো স্মৃতি রাখতে চাইছেন না ক্রিস্টিয়ানো রোনালদো।
ম্যানইউতে রোনালদোর রয়েছে নিজের বাড়ি। এই বাড়িটিকে ‘আধুনিক নকশার মাস্টারপিস’ তকমা দিয়েছে জ্যাকসন স্টপস। ঠিক কি কারণে মাস্টারপিস বলেছে সেটিই আগে জেনে নেওয়া যাক।
২৩ একর জায়গায় উপর নির্মিত এই বাড়িতে রয়েছে ইনডোর সুইমিং পুল, জিম, প্যাডেল, স্প্যা এড়িয়া সহ প্যাডেল, টেনিস কোর্টের সাথে একটি সিনেমা হলও। বিশাল এই বাড়িতে রয়েছে সাতটি বেডরুম। সবমিলিয়ে বাড়িটি বিক্রির দায়িত্বে থাকা জ্যাকসন জানিয়েছেন রোনালদো এই বাড়িটি মাস্টারপিস।
মূলত রোনালদো এখন দীর্ঘ সময়ের জন্য ম্যানইউয়ের বাহিরে। তাইতো বিক্রি করতে চাইছেন এই বাড়িটি। যেটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৫ লক্ষ্য পাউন্ড, বাংলাদেশি টাকায় সেটি দাঁড়াচ্ছে প্রায় ৭১ কোটি টাকা।