বিশ্বকাপ ট্রফি হাতে রামোস। ছবি: সংগৃহীত
সবশেষ বিশ্বকাপের স্কোয়াডে সার্জিও রামোসের জায়গা না হওয়াটাই যেনো একপ্রকার সারপ্রাইজ ছিল স্পেনের থেকে। এবার স্পেন ফুটবলকে সারপ্রাইজ দিয়ে স্পেনের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি।
সার্জিও রামোস, নামটি ফুটবল পাড়ায় বেশ পরিচিত। রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া রামোস এখন মাঠ মাতাচ্ছেন পিএসজির জার্সিতে। কাতার বিশ্বকাপে আগে ফুল ফিট থেকেও মন জয় করতে পারেননি নির্বাচকদের।
এরপরই গুঞ্জন উঠেছিলো আর হয়তো স্পেনের জার্সিতে দেখা মিলবে না রামোসের। সেই গুঞ্জন অবশ্য সপ্তাহ তিনেল আগে উড়িয়ে দিয়েছিলেন স্প্যানিশ গণমাধ্যমগুলো। তাদের তথ্য অনুয়ায়ী স্পেনের নতুন কোচের পরিকল্পনায় রয়েছে রামোসের নাম।
এরই মাঝে রামোস জানিয়ে দিলেন নিজের সিদ্ধান্ত। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্পেনের জার্সিকে বিদায় বলেছেন তিনি। স্পেনের জার্সিতে ১৮০ ম্যাচ মাতানো রামোস গোলের দেখা পেয়েছেন ২৩ বার। মূলত ডিফেন্ডার হিসেবে পরিচিত রয়েছে তার।