• ক্রীড়া ডেস্ক
  • ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০২:০৪:০৭
  • ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৫৫:৪১
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

ডি মারিয়ার হ্যাটট্রিক–শেষ ষোলোতে জুভেন্টাস

জুভেন্টাসের জার্সিতে প্রথম বারের মতো হ্যাটট্রিক করলেন ডি মারিয়া। ছবি: সংগৃহীত

দারুণ সময় কাটাচ্ছেন ডি মারিয়া, ইনজুরির সাথে লড়াই করে জয়ী ডি মারিয়া এবার জয় করছেন ফুটবল প্রেমীদের মন। ইউরোপায় নঁতের বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে তুলেছেন শেষ ষোলোতে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘরের মাঠে ইউরোপ লিগের নকআউট পর্বের দ্বিতীয় লেগে নঁতের বিপক্ষে মাঠে নামে জুভেন্টাস। প্রথম লেগে নঁতের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করায় আজ জয়ের বিকল্প ছিলো না জুভেন্টাসের সামনে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই নঁতের উপর চেপে বসে জুভেন্টাস। ম্যাচের পঞ্চম মিনিটে ডি মারিয়ার অসাধারণ এক গোলে এগিয়ে যায় জুভেন্টাস। এরপর নঁতে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যান। কিন্তু উল্টো বিপদ ডেকে আনে দলটি, ম্যাচের ১৮ তম মিনিটে লাল কার্ড পান নঁতের নিকোলাস। সেই সাথে পেনাল্টি পেয়ে যায় জুভেন্টাস। 

পেনাল্টি থেকে অসাধারণ এক গোল করে জুভেন্টাসকে এগিয়ে নেন ডি মারিয়া। প্রথমার্ধে আর গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের ৭৮ তম মিনিটে নঁতের জালে আরও একবার বল জড়িয়ে উল্লাসে মেতে উঠেন ডি মারিয়া। একই সাথে পূর্ণ করেন হ্যাটট্রিক।

জুভেন্টাসের জার্সিতে প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন ডি মারিয়া। সেই সাথে দুই লেগ মিলিয়ে ১-৪ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করল দলটি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1642 seconds.