গোলের পর অ্যান্টিনির উল্লাস। ছবি: গেটি ইমেজস
প্রথমার্ধে অসাধারণ ফুটবল উপহার দেওয়া বার্সেলোনা খেয় হারিয়ে বসে দ্বিতীয়ার্ধে। ঘরের মাঠে পিছিয়ে থেকেও অসাধারণ কামব্যাক ম্যানচেস্টার ইউনাইটেডের। ২-১ গোলের জয়ে ইউরোপ লিগের শেষ ষোলোতে জায়গা করে নিলো দলটি।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠে আতিথ্য পায় বার্সেলোনা। ইউরোপা লিগের প্লে-অফ নিশ্চিতের ম্যাচে বার্সার৷ শুরুটা হয়েছে রাজসিক। অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন জাভির দল। শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরার চেষ্টা করতে থাকে বার্সেলোনা।
দুর্দান্ত ফুটবল উপহার দেওয়া বার্সাকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ১৭ মিনিট। ১৭ মিনিটের মাথায় ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় বার্সেলোনা। পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে নেন রবার্ট লেওয়ান্ডোভস্কি। ঘরের মাঠে শুরুতেই গোল হজম করা ম্যানইউ গতি বাড়াতে থাকে ক্রমেই। কিন্তু বার্সার জালে বল জড়াতে ব্যর্থ হলে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।
১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আক্রমনাত্মক ফুটবল উপহার দিতে থাকেন ম্যানইউ। দ্বিতীয়ার্ধের ২ মিনিট যেতে না যেতেই ম্যানচেস্টারকে সমতায় ফেরার ফ্রেড। এরপর দুইদলই মরিয়া হয়ে ওঠে গোলের জন্য। দারুণ ফুটবল উপহার দিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে পড়তে হয় বার্সাকে। ম্যাচের ৭৩ তম মিনিটে অ্যান্টনির গোলে লিড পায় ম্যানচেস্টার। শেষ পর্যন্ত আর কোনো দলই গোলের দেখা না পেলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এরই সাথে ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগে ২-২ সমতায় থাকায় আজকের ম্যাচের জয়ী দলই জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে।