১৩০ রানের ইনিংস খেলেন সাদমান। ছবি: সংগৃহীত
শুরু হয়েছে বিসিএলের তৃতীয় রাউন্ডের খেলা। আজ প্রথম দিনে বগুড়ায় সেঞ্চুরির দেখা পেয়েছেন সাদমান ইসলাম। সাদমানের অনবদ্য ১৩০ রানে দিনশেষে মধ্যাঞ্চলের সংগ্রহ ২৮১ রান।
দীর্ঘ বিরতির পর আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) মাঠে গড়িয়েছে বিসিএলের তৃতীয় রাউন্ডের খেলা। প্রথম দুই রাউন্ড শেষে ১৮ পয়েন্ট নিয় শীর্ষে থেকে আজ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের বিপক্ষে টস ভাগ্যে হার হলেও ব্যাটিংয়ের আমন্ত্রণ পান মধ্যাঞ্চল। টস হারা মধ্যাঞ্চলের শুরুটাও হয়েছে ভুলে যাওয়ার মতো। প্রথম বলেই সাজঘরে ফেরেন পিনাক ঘোষ। শুরুতে পিনাক ফিরলেও সাদমান ও বিজয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় মধ্যাঞ্চল। কিন্তু ব্যক্তিগত ২৩ রানে বিজয় ফিরলে ভাঙে ৪৯ রানের জুটি।
দলীয় ফিফটির আগেই দুই উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে সাদমান ও অমিত হাসানের দারুণ ব্যাটিংয়ে রাজসিক ভাবে ঘুরে দাঁড়ায় মধ্যাঞ্চল, স্বপ্ন দেখে বড় সংগ্রহের। সেই পথে সাদমান এগিয়ে গেলেও অপরপ্রান্তে সতীর্থরা নিয়মিত বিরতিতে আউট হলে বড় রানের স্বপ্ন ভঙ্গ হয় দলটির। কিন্তু একপ্রান্ত আগলে রেখে অসাধারণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন সাদমান। দিনের শেষ বিকেলে সাদমান ১৩০ রানে ফিরলে নাসুমের ২৫ রানে ভর করে ২৮১ রানে দিন শেষ করে মধ্যাঞ্চল।
সংক্ষিপ্ত স্কোর:
মধ্যাঞ্চল ২৮১/৭ (৯০ ওভার)
সাদমান ১৩০, ফজলে মাহমুদ ৫০, অমিত ৩০, নাসুম ২৫*; আবু হায়দার ৪০/৩, সৌম্য ১৭/২