সারাহকে ঘিরে তাসমানিয়ান দলের উল্লাস। ছবি: গেটি ইমেজস
এক ওভারে ৫ উইকেট, অবিশ্বাস্য জয়ে চ্যাম্পিয়ন তাসমানিয়ান
৬ বল, ৪ রান, ৫ উইকেট! এমন পরিস্থিতিতে ক'জনই বা ভেবেছিলে শেষ হাসি হাসবে তাসমানিয়ান নারী দল? তবে অসম্ভবকে সম্ভব করে ১ রানের জয় এনেহু দেওয়ার মধ্য দিয়ে অস্ট্রেলিয়া মহিলা জাতীয় ক্রিকেট লিগে তাসমানিয়ানকে চ্যাম্পিয়ন করেছে সারাহ কোয়েট।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়া মহিলা জাতীয় ক্রিকেট লিগের ফাইনালে হোবার্টে মুখোমুখি হয় তাসমানিয়ান বনাম দক্ষিণ অস্ট্রেলিয়া নারী দল। প্রথমে ব্যাটিংয়ে নেমে লিজেল লি'র আগ্রাসী ৪৮ রানের সাথে এলিস ভিলানির অসাধারণ সেঞ্চুরির সাথে নাওমি স্ট্যালেনবার্গের ৭৫ রানে ভর করে ২৬৪ রানের পুঁজি পায় তাসমানিয়ান নারী দল।
স্বপ্নের ফাইনালে শক্তির বিচারে এগিয়ে ছিলো দক্ষিণ অস্ট্রেলিয়া নারী দল। ২৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো না হলেও এমার ৬৮ ও কোর্টনি ওয়েবের ৮৩ রানে সহজ জয়ের পথে এগিয়ে যেতে থাকে দক্ষিণ অস্ট্রেলিয়া নারী দল। কিন্তু এরই মাঝে বৃষ্টি হানা দিলে ৪৭ ওভারে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৪১ রান।
সেখান থেকে অ্যানি ও'নিল ও জেমার ব্যাটে বড় জয়ের পথেই এগিয়ে যায় দলটি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন দাঁড়ায় মাত্র ৪ রান। হাতে পাঁচ উইকেট নিয়েও সেই চার রানের সমীকরণ মেলাতে পারেনি দলটি। তাসমানিয়ার বোলার সারাহর অসাধারণ বোলিংয়ে শেষ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ২ রান সংগ্রহ করলে ১ রানের জয়ে চ্যাম্পিয়ন হয় তাসমানিয়ান নারী দল। ৩০ রানে ৪ উইকেট নিয়ে ফাইনালের হিরো বনে যান সারাহ কোয়েট।
তাসমানিয়ান নারী ক্রিকেট দল অস্ট্রেলিয়া ক্রিকেট দক্ষিণ অস্ট্রেলিয়া নারী দল অস্ট্রেলিয়া জাতীয় মহিলা ক্রিকেট লিগ এক ওভারে পাঁচ উইকেট