সাউদি যেনো ছক্কার মাস্টার৷ ছবি: সংগৃহীত
একজন পুরোদস্তুর বোলার, আরেকজন উইকেটরক্ষক ব্যাটার। ফিনিশার হিসেবে অসংখ্য খ্যাতি রয়েছে ধোনির। কিন্তু ব্যাটার ধোনিকে ছক্কা হাঁকানোয় ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় বোলার টিম সাউদি।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে লজ্জাজনক হারের মুখে টিম সাউদির নিউজিল্যান্ড। শনিবার দ্বিতীয় দিনের শেষ বিকেলে দলকে লজ্জার হাত থেকে বাঁচাতে ব্যাট হাতে লড়াই করেছেন টিম সাউদি। দিনশেষে ১৮ বলে ১ চার ও ২ ছক্কায় ২৩ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন সাউদি। আর এই ইনিংসে দুইটি ছক্কা হাঁকিয়ে ধোনিকে ছুঁয়েছেন তিনি।
এমএস ধোনি, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন বেশ আগেই। ভারতের জার্সিতে সাদা পোশাকে ৯০ টেস্টের ১৪৪ ইনিংসে ৭৮ টি ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্রিকেটে এতোদিন সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় ১৫ নম্বরে ছিলেন তিনি।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের বিপক্ষে নিজের ১৩১ তম ইনিংসে ২ টি ছক্কা হাঁকিয়ে ধোনিকে ছুঁয়েছেন তিনি। আগামীকাল ধোনিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে সাউদির সামনে৷