উড়ছেন র্যাশফোর্ড। ছবি: সংগৃহীত
মার্কাস র্যাশফোর্ড! নামটি ফুটবল পাড়ায় এখন বেশ পরিচিত। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে নিজেকে চেনানো র্যাশফোর্ডের ক্যারিয়ারে যেন এসেছে বসন্ত। চলতি মৌসুমে ম্যানইউয়ের জার্সিতে ২৪ গোল করে র্যাশফোর্ড রয়েছেন সবার উপরে।
এইতো সেদিনও র্যাশফোর্ডকে চিনতেন না সবাই। সেই র্যাশফোর্ডই এখন ম্যানইউয়ের জার্সিতে ছড়াচ্ছেন দ্রুতি। নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়া র্যাশফোর্ডের আজকের জায়গায় আসাটা এতোটাও সহজ ছিলো না। ইনজুরির সাথে লড়াই করে জয়ী র্যাশফোর্ড এবার জানালেন ফুটবল মাঠেই সুখ খুঁজেছেন তিনি।
সাম্প্রতিক সময়ে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কঠিন সময় কাটিয়ে ওঠা গল্প বলতে গিয়ে র্যাশফোর্ড বলেন, ‘আমার মনে হয়, আমি ও আমার ক্লাবের বাহিরে কেউ জানে না আমি কতদিন ইনজুরি জনিত সমস্যার মধ্য দিয়ে গিয়েছি। শুধু একটা মৌসুম নয়, দীর্ঘ সময় ধরে সমস্যার মধ্যে ছিলাম। আমার জন্য প্রতিটি দিন ছিলো কঠিন, নিজেকে বিসর্জন দিতে হয়েছে। আমি এই সময়ে চেষ্টা করেছি মাঠে থাকার, এখানেই আমি সুখ খুঁজে পেয়েছিলাম।’
কঠিন চ্যালেঞ্জে জয়ী র্যাশফোর্ড এখন উড়ছেন মাঠে। ম্যানইউকে দেখাচ্ছেন স্বপ্ন। নিজেকে নিচ্ছেন অনন্য উচ্চতায়। আর এটির জন্য মানসিকতা অনেক বড় একটা ভূমিকা রেখেছেন র্যাশর্ফোডের ক্যারিয়ারে। এবার র্যাশফোর্ড নিজেই জানালেন ফুটবল ৯৫ ভাগই মানসিকতার খেলা।
এই বিষয়ে র্যাশফোর্ড বলেন, ‘আমি মনে করি, ফুটবল ৯৫ ভাগ মানসিকতার খেলা। এটা (মানসিকতা) আপনাকে পারফর্ম করার ভিত গড়ে দেয়। আবার অনেক ফুটবলারের সামর্থ্য রয়েছে বলেই তারা শীর্ষ পর্যায়ে খেলে। এখানে তাদের আলাদা করে মানসিকতা। আমি দুই দিকেই রয়েছি, আমি শক্তি ও মূল্য বুঝি। আমি সেভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ম্যাচ ও ট্রফি জয়ের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ।’