ছবি : সংগৃহীত
দেশে যাত্রা করল হ্যাকার জার্মান কিচেন। প্রতিষ্ঠানটির বাংলাদেশ ও শীলঙ্কার একমাত্র অংশীদার ফিনকো হোল্ডিংস ঢাকার বনানীতে শুক্রবার শোরুম উদ্বোধন করেছে।
বিশ্বমানের রান্নাঘরের নকশা ও অভিনব পণ্যের সমাহার নিয়ে শোরুম কাম এক্সপেরিয়েন্স সেন্টারটি সাজানো হয়েছে।
হ্যাকার কিচেন মুলত জার্মানির ১২৫ বছরের পুরনো এবং জনপ্রিয় একটি ব্র্যান্ড। যারা আধুনিক রান্না ঘরের ধারনা নিয়ে কাজ করে। রান্নাঘরের নির্মাণ সামগ্রী প্রস্তুত করে এরা। বর্তমানে হ্যাকার জার্মান কিচেনের ৮০টির বেশি দেশে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে।
শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফিনকো হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক প্রিয়াঞ্জিত উইরাসুরিয়া, এশিয়া প্যাসিফিকের বোর্ড অ্যাসিস্ট্যান্ট উইলি ক্যাম এবং প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ফিনকো হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক প্রিয়াঞ্জিত উইরাসুরিয়া বলেন, ‘হ্যাকার’ একটি পারিবারিক মালিকানাধীন কোম্পানি। যাদের পথচলা শুরু হয়েছিল শুধুমাত্র রান্নাঘর তৈরির কাজের জন্য। প্রতিষ্ঠানটি আধুনিক রান্নাঘরের ডিজাইন এবং উচ্চমানের রন্ধনশিল্পের পণ্যসামগ্রী তৈরি করে থাকে। এদের বহু বছরের কারিগরি দক্ষতা নিশ্চিত করেছে গ্রাহকদের কাছে গ্রহণযোগ্যতা, প্রতিষ্ঠিত করেছে একটি আধুনিক এবং আরামদায়ক জীবনধারার মান।
হ্যাকার কিচেনের এশিয়া প্যাসিফিকের বোর্ড অ্যাসিস্ট্যান্ট উইলি ক্যাম বলেন, আমরা হ্যাকার কিচেন জার্মানির বাংলাদেশে প্রবেশের ঘোষণা দিতে পেরে আনন্দিত। আমরা বাংলাদেশকে আমাদের ব্যবসায়িক স্থায়িত্বের কৌশলগত দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার হিসাবে বিবেচনা করি। তাই আমাদের পণ্যসমূহ ও সার্ভিস এ দেশের মতো একটি ক্রমবর্ধমান চাহিদাসম্পন্ন গতিশীল গন্তব্যে নিয়ে আসার জন্য ফিনকো হোল্ডিংসের সঙ্গে অংশীদারিত্ব করতে পারার এই সুযোগে গর্বিত।
তিনি আরও বলেন, আমরা আধুনিক এবং উচ্চ প্রযুক্তির রান্নাঘর তৈরির শিল্পের জনক এবং রান্নাঘর তৈরির বিশ্ববাজারে সেরা ব্র্যান্ড, ইতিমধ্যে চল্লিশটিরও বেশি দেশে রফতানি করেছি। জার্মানিতে অবস্থিত আমাদের অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রে আমাদের পণ্যগুলোতে খুব কম ‘ফর্মালডিহাইড’ ব্যবহার করা হয়ে থাকে। যা নিশ্চিত করে আপনার রান্নাঘরটি আপনার প্রিয়জনের জন্য একটি নিরাপদ জায়গা। আমরা গোল্ডেন এম আইকনিক অ্যাওয়ার্ড এবং রেড ডট অ্যাওয়ার্ড সহ বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছি। যা প্রমাণ করে এই শিল্পে আমাদের শ্রেষ্ঠত্ব।
হ্যাকার কিচেন বাংলাদেশের শোরুম বনানীর কামাল আর্তাতুক এভিনিউয়ের চার নম্বর সড়কের নীহারিকা কনকর্ড টাওয়ারে অবস্থিত।