আবারও রোনালদোর হ্যাটট্রিক। ছবি: সংগৃহীত
আল নাসরের জার্সিতে শুরুটা ভালো না হলেও সবশেষ দুই ম্যাচে হ্যাটট্রিক করে রোনালদো জানান দিচ্ছেন তিনি আল নাসরকে কিছু দিতেই এসেছেন।আজ সৌদি প্রো লিগে রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় পেয়েছে আল নাসর।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সৌদি প্রো লিগের ম্যাচে প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে দামাকের মুখোমুখি হয় ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। দামাকের ঘরের মাঠে আতিথ্য পাওয়া আল নাসর রাঙিয়ে দিয়েছেন শুরু থেকে শেষটা।
ম্যাচের ১৮ তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। সবশেষ ম্যাচে চার গোলের দেখা পাওয়া রোনালদো আজ নিজের দ্বিতীয় গোলের উদযাপন করতে সময় নিয়েছেন মাত্র ৫ মিনিট। রোনালদোর দ্বিতীয় গোলের পর দামাকের ঘরের মাঠে দর্শকদের উল্লাসে একবারও মনে হবে না এটি রোনালদোর অ্যাওয়ে ভেন্যু। এরপর প্রথমার্ধের আগ মূহুর্তে আরও একবার দামাকের জালে বল জড়িয়ে উল্লাসে করেন রোনালদো। এরই সাথে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেন রোনালদো।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় স্বাগতিকরা। কিন্তু রোনালদোদের সঙ্গে পেরে উঠতে পারছিল না দলটি। নির্ধারিত ৯০ মিনিট শেষে আর কোনো দলই গোলের দেখা না পেলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এরই সাথে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে জায়গা করে নিলো দলটি। দুইয়ে থাকা আল ইত্তাহাদের পয়েন্ট ৪১।