গোলের পর আলভারেজের উল্লাস। ছবি: গেটি ইমেজস
গোল করেই চলছেন হল্যান্ড; সঙ্গী এবার হুলিয়ান আলভারেজ। আলভারেজ – হল্যান্ড নৈপুণ্যে বোর্নমাউথকে ৪-১ গোলে হারিয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যান সিটি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বোর্নমাউথের ঘরের মাঠে আতিথ্য পায় ম্যান সিটি। অ্যাওয়ে ম্যাচ হলেও ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের উপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে ম্যান সিটি। ম্যাচের ১৫ মিনিটেই আর্জেন্টাইন আলভারেজের অসাধারণ গোলে লিড পায় ম্যান সিটি।
শুরুতেই পিছিয়ে পড়া বোর্নমাউথ ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে স্বাগতিকরা উল্টো চাপে পড়ে ২৯ মিনিট হল্যান্ডের অসাধারণ গোলে। এরপর প্রথমার্ধের আগ মূহুর্তে আরও একবার স্বাগতিকদের জালে বল জড়িয়ে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ম্যান সিটি।
বিরতির পর মাঠে নেমে ম্যাচে প্রভাব বিস্তার করতে খেলার চেষ্টা করে স্বাগতিকরা। কিন্তু আলভারেজ – হল্যান্ডদের অসাধারণ পারফরম্যান্সে পাত্তায় পায়নি দলটি। উল্টো ম্যাচের ৫১ তম মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে ম্যান সিটিকে গোল উপহার দেন মেফাম। এরপর শেষ মূহুর্তে ম্যান সিটির জালে একবার বল জড়ালেও ৪-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানটি আরও মজবুত করলো ম্যান সিটি। ২৫ ম্যাচে ১৭ জয়ে সিটির সংগ্রহ ৫৫ পয়েন্ট। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৭।