• ক্রীড়া ডেস্ক
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৫৭:২৩
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৫৭:২৩
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

১০ জনের বিপক্ষেও পয়েন্ট ভাগাভাগি রিয়াল মাদ্রিদের

শেষ মূহুর্তে বেশকিছু সুযোগ তৈরি করেছিল দুই দল। ছবি: সংগৃহীত

সবশেষ ম্যাচেই ২-০ গোলে পিছিয়ে থেকেও ৫-২ গোলের জয় নিয়ে নাঠ ছেড়েছিল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতের ম্যাচে একপ্রকার হোঁচট খেলো উড়তে থাকা রিয়াল মাদ্রিদ। মাদ্রির ডার্বিতে ১-১ সমতায় শেষ হয়েছে ম্যাচটি।

শনিবার দিবাগত রাতে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য পায় আতলেতিকো মাদ্রিদ। এল ক্লাসিকোর পরেই সবচেয়ে জমজমাট মাদ্রিদ ডার্বির শুরুটা হয়েছে নিস্ফল! প্রথমার্ধে দুই দলই নিজেদের রক্ষণভাগ সামলাতে ব্যস্ত। প্রথমার্ধে ১-১ সমতায় থাকার পর দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটেও জমেনি ম্যাচ।

কিন্তু ম্যাচের ৬৪ তম মিনিটে কোরেয়া লাল কার্ড হজম করলে ১০ জনের দলে পরিণত হয় আতলেতিকো মাদ্রিদ। একজন কম নিয়েই যেনো রিয়াল মাদ্রিদের উপর চড়াও হয় আতলেতিকো। ম্যাচের ৭৮ তম মিনিটে অসাধারণ এক হেডে রিয়াল মাদ্রিদের জালে বল জড়িয়ে উল্লাসে মেতে ওঠেন গিমেনেজ। 

এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। অবশেষে ম্যাচের ৮৫ তম মিনিটে কর্ণার পায় রিয়াল মাদ্রিদ। কর্ণার কিক থেকে অসাধারণ এক হেডে দলকে সমতায় ফেরান আলভারো। ম্যাচের পরবর্তী সময়ে আর কোনো দলই গোলের দেখা না পেলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।

এই ম্যাচ ড্র করলেও স্প্যানিশ লা লিগায় দ্বিতীয় স্থানেই থাকছে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকলেও বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৭। এখন পর্যন্ত ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনা ১ ম্যাচ কম খেলেই ৫৯ পয়েন্ট।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1542 seconds.