৬ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেন সাউদি। ছবি: সংগৃহীত
একজন বোলার হয়েও পুরোদস্তুর ব্যাটারদের টপকে যাওয়া মোটেও সহজ কাজ না হলেও এমনটাই করে দেখিয়েছেন কিউই পেসার টিম সাউদি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দলকে বাঁচিয়েছেন লজ্জার হাত থেকে, খেলেছেন ৭৩ রানের ঝকঝকে ইনিংস। আর এই ইনিংসেই ছাড়িয়ে গেছেন ধোনি–পিটারসেন–মিসবাহ-উল-হকদের মতো ব্যাটারদের।
সাদা পোশাকে রয়েছে রঙিন সব রেকর্ড। টেস্টে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটার এখন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ১০৯ টি ছক্কা হাঁকিয়ে শীর্ষে থাকা স্টোকস এখন সবার ধরাছোঁয়ার বাহিরে। কেননা, সেরা দশে রানিং ক্রিকেটার বলতে শুধু সাউদি ও স্টোকস।
টিম সাউদিকে বলা হয় কিং অব সুইং! সেটা বোলিংয়ের ক্ষেত্রে বলা হলেও সাউদি যে ব্যাটিংয়ের বেশ সুইং করেন সেটই প্রমাণ করলেন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। ইংল্যান্ডের করা ৪১৫ রানের লক্ষ্যে দল যখন মাত্র ১০৩ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে তখনি ব্যাট হাতে ৪৯ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলে দলকে বাঁচিয়েছেন লজ্জার হাত থেকে।
আর এই ছয় ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় অ্যান্ড্রু ফ্লিনটফের পাশে বসেছেন সাউদি। বর্তমানে সাউদির ছক্কার সংখ্যা ৮২ টি। গতকাল ২ ছক্কা হাঁকিয়ে এমএস ধোনিকে ছোঁয়া সাউদি আজ আরও চারটি ছক্কা হাঁকিয়ে পেছনে ফেলেন এমএস ধোনি(৭৮), কেভিন পিটারসেন (৮১), মিসবাহ-উল হক (৮১) ও ম্যাথু হেইডেনকে (৮১)। ৮২ টি ছক্কা হাঁকানো সাউদির সামনে রয়েছে পঞ্চম ব্যাটার হিসেবে টেস্টে ১০০ ছক্কা হাঁকানোর সুযোগ।