• ক্রীড়া ডেস্ক
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪০:০৮
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪০:০৮
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

দলের মধ্যে গ্রুপিং নিয়ে যা বললেন তামিম

সংবাদ সম্মেলনে তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

ক্রিকবাজে দেওয়া সাক্ষাৎকারে একপ্রকার বোমা ফাটিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে জানালেন ভিন্ন কথা, দলে নেই কোনো গ্রুপিং। 

কয়েকদিন আগে ক্রিকবাজে দেওয়া এক সাক্ষাৎকারে পাপন জানিয়েছিলেন জাতীয় দলে চলছে গ্রুপিং। আর এটি আরও সত্যি হিসেবে প্রকাশ পায় যখন ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছিলো তামিমের পছন্দেই ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ মিলেছে তাইজুলের। এমনকি ইয়াসির রাব্বিকেও দলে নিতে চায় তামিম। 

এবার ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের মুখোমুখি হোন তামিম ইকবাল। সেখানে গ্রুপিংয়ের বিষয়টি সামনে এলে একপ্রকার বিষয়টি উড়িয়ে দেন তামিম।

তামিম ইকবাল বলেন, ‘আমি ১৭ বছর ধরে জাতীয় দলে খেলছি। বিভিন্ন সময় দেখেছি, যখন দল খারাপ করে এই টার্মগুলো সামনে আসে (উনুক গ্রুপ, টমুক গ্রুপ)। শুধু বলার জন্য বলা না, এখানে (সাংবাদিক) অনেকেই আমাকে চেনেন, আমি স্ট্রেইট ফরোয়ার্ড ভাবে কথা বলি। আমি যা দেখি সেটিই বলি। আমি ১৭ বছর আগেও গ্রুপিং দেখিনি, ১০ বছর আগেও না, এখনও দেখছি না।’

‘আমি গত ছয় মাস দলের সঙ্গে নেই, যদি এই সময়ে তৈরি হয় তাহলে আমি জানি না। তবে গত ৩-৪ দিন ধরে ড্রেসিংরুমে রয়েছি, এমন কিছু দেখিনি। সবাই উপভোগ করছে। দুভার্গ্যজনক হলেও যখন খারাপ করে তখন বিষয়গুলো সামনে আসে।’ – যোগ করেন তামিম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1519 seconds.