সাদা পোশাকে রঙিন নাঈম ইসলাম। ছবি: সংগৃহীত
নাঈম ইসলাম–বাংলাদেশ ক্রিকেটের এক আক্ষেপের নাম। প্রথম শ্রেনীর ক্রিকেটে নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়া নাঈম শেখ এবার নিজেকে নিলেন অনন্য উচ্চতায়। তুষার ইমরানকে পেছনে ফেলেন বাংলাদেশের মাটিতে প্রথম শ্রেনীর ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।
শুরু হয়েছে বিসিএলের তৃতীয় রাউন্ড। কক্সবাজারে পূর্বাঞ্চলের বিপক্ষে মাঠে মাঠের লড়াইয়ে নেমেছে উত্তরাঞ্চল। রবিবার (২৬ ফেব্রুয়ারি) ম্যাচের দ্বিতীয় দিনে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন নাঈম শেখ। আর এই সেঞ্চুরির মধ্য দিয়ে ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান আজ দেশের ক্রিকেটে নিজেকে তুলে নিলেন নতুন উচ্চতায়।
এতোদিন তুষার ইমরানের সাথে যৌথভাবে শীর্ষে থাকা নাঈম ইসলাম এবার তুষারকে টপকে দেশের মাটিতে প্রথম শ্রেনীর ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন।
বাংলাদেশের মাঠে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি:
• নাঈম ইসলাম - ৩০ (২৫১ ইনিংস)
• তুষার ইমরান - ২৯ (২৪০ ইনিংস)
• মুমিনুল হক - ২৩ (১৬৬ ইনিংস)
• মার্শাল আইয়ুব - ২৩ (২৫৭ ইনিংস)
• এনামুল হক - ২২ (১৭৮ ইনিংস)
বাংলাদেশের পক্ষে দেশের মাটিতে প্রথম শ্রেনীর ক্রিকেটে সেঞ্চুরির দিক দিয়ে নাঈম ইসলাম তুষার ইমরানকে ছাড়িয়ে গেলেও দেশের পক্ষে প্রথম শ্রেনীর ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড তুষার ইমরানের৷
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি:
• তুষার ইমরান - ৩২ (৩০৭ ইনিংস)
• নাঈম ইসলাম - ৩০ (২৬৬ ইনিংস)
• মুমিনুল হক - ২৬ (২২৯ ইনিংস)
• মার্শাল আইয়ুব - ২৩ (২৬১ ইনিংস)
• এনামুল হক - ২২ (১৮৯ ইনিংস)