পুরো ম্যাচে বিপক্ষের গোলবারে মাত্র একটি শট নিতে পেরেছে বার্সা। ছবি: সংগৃহীত
সময়টা মোটেও ভালো যাচ্ছে না বার্সেলোনা। ইউরোপা লিগের দ্বিতীয় লেগে ম্যানইউয়ের কাছে এগিয়ে থেকে হার মানা বার্সা এবার লা লিগায় দূর্বল প্রতিপক্ষ আলমেরিয়ার বিপক্ষে হার মেনেছে ১-০ গোলের ব্যবধানে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় আলমেরিয়ার ঘরের মাঠে আতিথ্য পায় বার্সেলোনা। লা লিগায় শীর্ষে থেকে মাঠে নামা বার্সা শুরু থেকেই খেলতে থাকে এলোমেলো ফুটবল। এর মাশুলও গুনতে হয়েছে দলটিকে। ম্যাচের ২৪ তম মিনিটে তুরের অসাধারণ এক গোলে লিড পায় স্বাগতিকরা। প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল উপহার দেওয়া বার্সা স্বাগতিকদের গোলবার লক্ষ্য করে একটি শটও নিতে পারেনি।
১-০ ব্যবধানে পিছিয়ে থেকপ দ্বিতীয়ার্ধে হুশ ফেরে বার্সার। দারুণ ফুটবল নৈপুণ্য প্রদর্শক করে চাপে ফেলে স্বাগতিকদের। বেশকিছু সুযোগও তৈরি করে দলটি। কিন্তু ফিনিশিংয়ে দুর্বলতা লক্ষ্য করা গিয়েছে বারবার। ম্যাচে বল দখলে বার্সা এগিয়ে থাকলেও পুরো ৯০ মিনিটে স্বাগতিকদের গোলবারে শট করেছে ১ টি। শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো দল গোলের দেখা না পেলে ১-০ গোলের হার মানে বার্সেলোনা।
এই হারেরর পরেও পয়েন্ট টেবিল শীর্ষেই রয়েছে দলটি। ২৩ ম্যাচে ১৯ জয়ের দেখা পাওয়া বার্সার এটি দ্বিতীয় হার। ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষ থাকা বার্সার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।