গোলের পর মেসির উল্লাস। ছবি: গেটি ইমেজস
উড়ছেন মেসি, উড়ছে পিএসজি! শিরোনাম তো এমনও দেওয়া যায়। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বাঁ পায়ের জাদুতে নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়া মেসি এবার স্পর্শ করলেন নতুন মাইলফলক। ক্লাব ফুটবল ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
কাতার বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছেন পিএসজির জার্সিতেও। রবিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ওলাঁপিক দ্য মার্সেই- এর বিপক্ষে লিগ ওয়ান এর ম্যাচে কিলিয়ান এমবাপ্পের বাড়ানো বলে গোল করে উল্লাসে মেতে ওঠার মধ্য দিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেন মেসি।
এরআগে একমাত্র ফুটবলার হিসেবে ক্লাবের জার্সিতে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসির ৭০০ গোলের মাঝে বার্সেলোর হয়ে রয়েছে ৬৭২ গোল, বাকি ২৮ গোল পিএসজির জার্সিতে।