১ মার্চ শুরু হবে সিরিজ। ছবি: সংগৃহীত
বেজে উঠেছে বাংলাদেশ – ইংল্যান্ড সিরিজের দামামা। সাত বছর পর বাংলাদেশে পা রেখেছে ইংল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের লড়াই শুরু হবে ১ মার্চ।
মিরপুরে ১ মার্চ শুরু হওয়া ম্যাচের টিকিট মিলবে ২০০ টাকায়, সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা। সবমিলিয়ে পাঁচ ক্যাটাগরিতে পাওয়া যাবে টিকিট।
প্রথম ম্যাচের টিকিট পাওয়া যাওয়া আগামীকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) থেকে, ম্যাচের দিন সকালেও মিলবে টিকিট। টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে। সকাল ৯ টা সন্ধ্যা ৭ টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে আগামীকাল থেকে। ম্যাচের দিনে সকাল থেকে মিলবে টিকিট।
বাংলাদেশ – ইংল্যান্ড সিরিজের ম্যাচের টিকিটের মূল্য:
• ইস্টার্ন স্ট্যান্ড - ২০০ টাকা
• নর্থ / সাউথ স্ট্যান্ড - ৩০০ টাকা
• ক্লাব হাউস - ৫০০ টাকা
• ভিআইপি স্ট্যান্ড - ১০০০ টাকা
• গ্যান্ড স্ট্যান্ড - ১৫০০ টাকা।