ডিআরএস দেখা যাবে সব ইভেন্টে। ছবি : সংগৃহীত
অবশেষে টনক নড়েছে বিসিবির। সবশেষ বিপিএলে ডিআরএস কাণ্ডে ক্রিকেট পাড়ায় হয়েছে বেশ আলোচনা–সমালোচনা। এবার সবকিছু ছাপিয়ে ২০২৭ সাল পর্যন্ত বিসিবির সকল ঘরোয়া ইভেন্টে ডিআরএস থাকবে বলে নিশ্চিত করেছে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
১ দিন বাদেই মিরপুরে গড়াবে বাংলাদেশ–ইংল্যান্ড সিরিজ। এই সিরিজে ডিআরএস থাকছে তাতে কোনো দ্বিধা নেই। তবে আসন্ন বিপিএল থেকে ডিআরএস থাকছে সেটি জানিয়েছেন সুজন। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মিরপুরে গণমাধ্যমেরর সামনে এমন কথা বলেন তিনি।
নিজামউদ্দিন বলেন, ‘ডিআরএস নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কিছু সামনে এসেছে। এটা আসলে আমাদের প্রোডাকশনের একটা অংশ। একটা সময় ডিআরএস ছিলো না তখন কিন্তু আইসিসির ইভেন্টও হয়েছে। এই প্রযুক্তি আসার পর আইসিসির অধিনে সব ইভেন্টে এটা বাধ্যতামূল করেছে।’
এবার সেটি ঘরোয়া ক্রিকেটেও বাধ্যতামূলক করলো বিসিবি। সেটিও লম্বা সময়ের জন্যই। এই বিষয়ে নিজামউদ্দিন বলেন, ‘আমাদের চেষ্টা ছিলো ঘরোয়া ইভেন্টেও ডিআরএসের ব্যবহার করার। আমরা অনেক চেষ্টা করেছি, এটা (ডিআরএস) আমাদের প্রোডাক্টশন টিমের দায়িত্বে ছিলো। এই জিনিস থেকে আমরা বেরিয়ে এসে লং টার্মে এগুচ্ছি।’
এবার থেকে ডিআরএস অল্প ম্যাচের জন্য না, পুরো সময়েই থাকবে। এই বিষয়ে নিজামউদ্দিন বলেন, ‘যারা সরাসরি ডিআরএস দিয়ে থাকে তাদের সঙ্গে আমরা চুক্তি করেছি। এটি ২০২৭ সাল পর্যন্ত। বাংলাদেশে যে আন্তর্জাতিক ও ঘরোয়া ইভেন্ট (বিপিএল) হয় সেখানে বিরতিহীন ডিআরএস থাকবে।’