গণমাধ্যমের সামনে বিসিবি বস। ছবি: সংগৃহীত
সপ্তাহ না পেরুতেই বদলে গেল পাপনের মন্তব্য। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারের বিষয়টি পাপনের কানে গিয়েছে মিডিয়ার মাধ্যমে, তাইতো মিডিয়াকেই কাঠগড়ায় তুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সাম্প্রতিক সময়ে জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজে’ পাপন জানিয়েছিলেন বাংলাদেশের ড্রেসিংরুম স্বাস্থ্যকর নয়। এমনকি সাকিব–তামিমের মাঝেও রয়েছে দ্বন্দ্ব। এবার সেই পাপনই জানালেন বাংলাদেশের ড্রেসিংরুমের পরিবেশ স্বাস্থ্যকর।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) মিরপুরে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন বিসিবি বস। এরপর গণমাধ্যমের সামনে এসে জানান তিন বছর আগে বাংলাদেশের ড্রেসিংরুমের পরিবেশ ছিলো স্বাস্থ্যকর। সবশেষ তিন বছরে বাংলাদেশের ড্রেসিংরুমে না থাকায় এই বিষয়গুলো জেনেছেন মিডিয়ার মাধ্যমেই।
পাপন বলেন, ‘আমি আজ থেকে তিন বছরও আগেও ড্রেসিংরুমে কোনো সমস্যা দেখিনি। আপনি ১৫ বছর থেকে ৩ বছর বাদ দেন, সবশেষ তিন বছর আমি ওদের সাথে নেই। এই তিন বছর আগে আমি ওদের সাথে থাকতাম, একই হোটেলে থাকতাম, সবকিছু করতাম। তখন কিছু দেখিনি। এই তিন বছর আমি নেই, এই সময়ে আমি মিডিয়ার থেকেই জেনেছি সাকিব–তামিমের মাঝে সমস্যার কথা।’
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের পরিবেশ স্বাস্থ্যকর ছিলো বলে জানান বিসিবি বস। কিন্তু এই বিষয়গুলো মিডিয়া অন্যভাবে প্রকাশ করে বলে মনে করেন তিনি। এই বিষয়ে পাপন বলেন, ‘আমি সাকিব-তামিমের বিষয়টি সবচেয়ে বেশি শুনেছি মিডিয়ার থেকেই। আমি সবশেষ অস্ট্রেলিয়া বিশ্বকাপে দলের সঙ্গে ছিলাম, ড্রেসিংরুম ঠিকঠাক ছিলো। এটা নিয়েও নেগেটিভ কথা শুনেছি কিন্তু আমি দেখিনি।’
ক্রিকবাজে পাপনের দেওয়া সাক্ষাৎকারের পর মিরপুরে রবিবার (২৬ ফেব্রুয়ারি) তামিম ইকবাল জানিয়েছিল তাদের মাঝে সমস্যা নেই। আর যদি থাকেও মাঠে সেটির প্রভাব পড়নে না। এবার বিসিবি বসও তামিমের কথার সাথে মিলিয়েছেন সুর।
পাপন বলেন, ‘আমি যেটা বলেছি তামিমও সেটাই বলেছে (মাঠে প্রভাব পড়বে না)। আমি ওদের সঙ্গে কথা বলেছি, ওরা আমাকে আস্বস্ত করেছে মাঠে প্রভাব পড়বে না।’