রবার্ট লেভানডফস্কি। ছবি: সংগৃহীত
হঠাৎ-ই যেন ছন্দপতন বার্সেলোনার। স্প্যানিশ সুপার কাপ জিতে দুর্দান্ত শুরু করা বার্সা ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার পর লা লিগার ম্যাচেও হারিয়েছে পয়েন্ট। এবার এল ক্লাসিক’তে নামার আগেই একের পর এক দুঃসংবাদ শুনছে দলটি।
২ মার্চ কোপা দেল রে প্রথম লেগ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নামবে রিয়াল মাদ্রিদ। রিয়াল–বার্সার এল ক্লাসিতোতে বার্সা পাচ্ছে না দেম্বেলে–প্রেদিকে, সেটি নিশ্চিত। এবার চোটের কারণে লেভানডফস্কিকেও হারাচ্ছে দলটি।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে আলমেরিয়ার বিপক্ষে ১-০ গোলে হার মানে বার্সেলোনা। আর এই ম্যাচেই ইনজুরিতে পড়েন দেম্বেলে। ম্যাচের শুরুতে দেম্বেলের ইনজুরির পর আজ সোমবার বার্সা জানিয়েছে চোটে ভুগছেন দলটির অন্যতম সেরা সদস্য রবার্ট লেভানডফস্কি।
বার্সা শুধুমাত্র লেভানডফস্কির চোট নিয়ে জানালেও স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে চোটের কারণে বৃহস্পতিবার (২ মার্চ) রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো মিস করবেন লেভানডফস্কি। যদি এমনটাই হয় তাহলে দেম্বেলে, প্রেদির পর লেভানডফস্কিকে ছাড়াই মাঠে নামতে হবে বার্সেলোনাকে।