ফিফা দ্য বেস্ট ২০২২ এর ট্রফি হাতে মেসি। ছবি: গেটি ইমেজস
ফুটবল রাজার ঝুলিতে যুক্ত হল আরও একটি সাফল্য। অলিখিত ভাবে বিশ্বের সেরা ফুটবলার মেসির হাতে উঠেছে ‘ফিফা দ্য বেস্ট’ মেনস ফুটবলারের পুরষ্কার। রেকর্ড সপ্তম বারের মতো মেসির হাতে উঠল এই পুরষ্কারটি।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়েছেন মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তার লড়াইয়ের ইতি টেনে বনে গেছেন বিশ্ব চ্যাম্পিয়ন, হয়েছেন বিশ্বের সেরা ফুটবলার।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করা মেসি জিতেছিলেন গোল্ডেন বল। এরপরই নমিনেশন পেয়েছিলেন ফিফ দ্য বেস্ট মেনস ফুটবলারের। কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমার সঙ্গে লড়াইয়ে লিওনেল মেসি যে ২০২২ সালের বর্ষসেরা ফুটবলার হতে যাচ্ছে এটি অনুমেয় ছিলো। এবার সেটি অফিসিয়াল।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ী হিসেবে লিওনেল মেসির নাম ঘোষণা করে ফিফা। পরে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির হাতে ফিফা দ্য বেস্ট মেনস ফুটবলার অ্যাওয়ার্ড তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
১৯৯১ সাল থেকে চালু হওয়া এই পুরষ্কারটি রেকর্ড সপ্তম বার সোভা পেল মেসির হাতে।