চার বছরের জন্য আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়ন করেছেন স্কালোনি। ছবি: সংগৃহীত
লিওনেল স্কালোনি–মাস্টারমাইন্ড কোচের তকমা পাওয়া এই কোচের হাতে উঠেছে ২০২২ সালের সেরা কোচের পুরষ্কার। স্কালোনি হয়ত ২৭ ফেব্রুয়ারি রাতটি ভুলতে চাইবেন না। একই রাতে ফিফার দ্য বেস্ট কোচ হবার সাথে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে চুক্তিও সম্পূর্ণ করেছেন তিনি।
কাতার বিশ্বকাপ, ৩৬ বছরের অপেক্ষা, লিওনেল মেসিকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর এই মাস্টারমাইন্ড খ্যাত স্কালোনি। কিন্তু ২০২২ সাল শেষ হতেই আর্জেন্টিনার সঙ্গে তার চুক্তিও শেষ হয়। এরপরই গুঞ্জন ওঠে লিওনেল স্কালোনিই হতে চলছে আর্জেন্টিনার কোচ।
সেই গুঞ্জন সত্য হয়েছে। প্রায় দুই মাস পর এসেছে অফিসিয়ালি ঘোষণা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে অংশ নিতে হাজির হোন স্কালোনি। আর সেখানেই আর্জেন্টিনার ফুটবলের সঙ্গে চুক্তি সম্পূর্ণ করেন তিনি।
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠকের পর চুক্তি নবায়ন করেন ৪৪ বছর বয়সী এ কোচ। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এরফলে ২০২৬ সাল পর্যন্ত আর্জেন্টিনার ডেয়ার দেখা যাবে স্কালোনিকে।
আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই কোচের অধিনে মেসিরা জিতেছে বিশ্বকাপ ট্রফি। এছাড়াও কোপা আমেরিকা ও ফাইনালিসিমা ট্রফিও জিতেছে আর্জেন্টিনা। স্কালোনির অধিনে ৫৭ ম্যাচের ৩৭ টি ম্যাচের জিতেছে আর্জেন্টিনা, ড্র ১৫ টি এবং হার ৫ টি।