• ক্রীড়া ডেস্ক
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৩৯:২৭
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৩৯:২৭
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

ফিফার ‘দ্য বেস্ট’ রাতটা আর্জেন্টিনার

পুরষ্কার হাতে মেসি–স্কালোনি–মার্টিনেজ। ছবি: সংগৃহীত

মাঠ কিংবা গ্যালারি–ফিফা দ্য বেস্টের রাতটা আকাশী-নীলদের রাজত্বেই ছিলো। মেসির রেকর্ড সপ্তম বারের মতো বর্ষসেরা ফুটবলার বনে যাওয়া কিংবা স্কালোনি–মার্টিনেজের প্রথম। এদেরকে ছাপিয়ে ফিফার বেস্ট ফ্যানের পুরষ্কারও জিতেছে আর্জেন্টিনার সমর্থক। সবমিলিয়ে প্যারিসে রাতটা ছিলো আর্জেন্টিনার দখলেই।

৩৬ বছরের অবসান – মেসির বিশ্বকাপ জয়। মেসির স্বপ্নসারথি হয়ে আকাশী-নীলের জার্সিতে নিজের সবটা উজাড় করে দেওয়া এমিলিয়ানো মার্তিনেজের হাতে উঠেছে ফিফার ‘দ্য বেস্ট মেনস গোলকিপার’ – এর পুরষ্কারটি।

তেমনি মেসিদের স্বপ্ন পূরণে যিনি ছিলেন মাস্টারমাইন্ড। মেসিদের বিশ্ব চ্যাম্পিয়ন গড়তে যার প্লানিং ছিলো কার্যকর, সেই লিওনেল স্কালোনির হাতে উঠেছে ফিফার ‘দ্য বেস্ট মেনস কোচ’ – এর পুরষ্কারটি। 

ফিফা দ্য বেস্টের সেরা গোলরক্ষক, সেরা কোচ ও সেরা ফুটবল বনে যান আর্জেন্টিনারই তিনজন। বাকি একটি পুরষ্কার, সেটি বেস্ট ফিফা ফ্যান অ্যাওয়ার্ড! সেটিও জিতেছেন আর্জেন্টিনার সমর্থক।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে এইসব পুরষ্কার ঘোষণা করে ফিফা। এই আয়োজনে মোট আট ক্যাটাগরিতে পুরষ্কার দিয়েছে ফিফা। যেখানে আর্জেন্টিনা ৪-৪ অন্যান্য। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1496 seconds.