• ক্রীড়া ডেস্ক
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৬:১৩
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৬:১৩
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

বাংলাদেশকে পূর্ণ শক্তির দল মানলেও ইংল্যান্ডকে তা মানছেন না হাথুরু

সংবাদ সম্মেলনে চণ্ডিকা হাথুরাসিংহে। ছবি: বিসিবি

বেজে উঠেছে ইংল্যান্ড সিরিজের দামাম। রাত পোহালেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে পূর্ণ শক্তির দল হিসেবে দেখলেও ইংল্যান্ডকে পূর্ণ শক্তির দল মানছেন না বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল বুধবার (১ মার্চ) দুপুর ১২ টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। এরআগে আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুরে সংবাদ সম্মেলনে হাজির হোন বাংলাদেশের হেড কোচ চণ্ডিকা হাথুরাসিংহে।

ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সময়ে বেশ দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। সবশেষ ৯ দেখায় ৪ বার বাংলাদেশের জয়। সবশেষ দেখায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

এবার হাথুরুসিংহে জানালেন বাংলাদেশ পূর্ণ শক্তির দল হলেও ইংল্যান্ড পূর্ণ শক্তির দল নিয়ে আসেনি বাংলাদেশে। হাথুরুসিংহে বলেন, ‘আমরা পূর্ণ শক্তির দল নিয়েই খেলছি। আমার মনে হয়না, ইংল্যান্ড পূর্ণ শক্তির দল নিয়ে এসেছে। ইংল্যান্ডের অনেকে টেস্ট খেলছে। আমি আমার ছেলেদের শক্তি ও স্কিলের উপর ভরসা রাখছি।’

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ক্রিকেট উপহার দিচ্ছে ইংল্যান্ড। এমনকি একই সময়ে ভিন্ন ভিন্ন দুইটি দলের বিপক্ষে খেলার সামর্থ্যও রয়েছে। এবার হাথুরুসিংহে জানালেন তার কাজ শেষ হতে হতে বাংলাদেশকেও এমন জায়গায় নিয়ে যাবেন।

হাথুরুসিংহে বলেন, ‘ইংল্যান্ডের গভীরতা অনেক। তারা বর্তমানে যেকোনো টেস্ট খেলুড়ে দলের ঈর্ষার কারণ। আমি আশা করছি, আমার কাজ শেষ হতে হতে বাংলাদেশকেও এমন জায়গায় নিয়ে যেতে পারবো।’

বাংলাদেশে এসে সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার জানিয়েছিল তারা আগ্রাসী ক্রিকেট খেলবে। পিচ ১০০ রানের পিচ হয় তাহলে ৮০ নয় ১০০ রানই করতে চায় ইংল্যান্ড। এবার হাথুরুসিংহেও জানালেন আগ্রাসী ক্রিকেট খেলবে বাংলাদেশ। সেটি সব বিভাগেই।

এই বিষয়ে হাথুরাসিংহে বলেন, ‘আমি যখন প্রথমবার এসেছিলাম, তখন আগ্রাসী ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। আপনারা যেটি দেখেন সেটি হলো, ব্যাটারদের মাঝে আগ্রাসন আছে কি-না। কিন্তু আগ্রাসী ক্রিকেট খেলার বেশকিছু উপায় হতে পারে। সেটি শুধু ব্যাটিং না, কখনো বোলিং আবার কখনো ফিল্ডিং দিয়েও আগ্রাসী হওয়া যায়। আমরা আগ্রাসী ক্রিকেটটাই খেলবো।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1458 seconds.