পাঁচ উইকেট শিকার করেন নাসুম। ছবি: সংগৃহীত
বিসিএলের তৃতীয় রাউন্ডে বগুড়ায় দাপট দেখিয়েছে ব্যাটাররা। ৩ সেঞ্চুরির ম্যাচে নাসুমের পাঁচ উইকেটে চতুর্থ দিনে জয় পেয়েছে মধ্যাঞ্চল।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হয় মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল। টস ভাগ্যে দক্ষিণাঞ্চলের জয় হলে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মধ্যাঞ্চলকে। টস ভাগ্যে জয়ী দক্ষিণাঞ্চলের শুরুটা দারুণ হলেও সাদমানের অসাধারণ ১৩০ রানের সাথে ফজলে রাব্বির ফিফটির পর আজ নাসুমের ৪৪ রানে ভর করে ৩১৩ রানে অলআউট হয় মধ্যাঞ্চল। দক্ষিণাঞ্চলের পক্ষে আবু হায়দার রনি পাঁচ উইকেট শিকার করেন।
মধ্যাঞ্চলের করা ৩১৩ রানকে সামনে রেখে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণাঞ্চলের। শুরুটা মন্দ হলেও জাকের আলীর অনবদ্য ১৩৮ রানে ভর করে ২৮৩ রান সংগ্রহ করে দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে মধ্যাঞ্চল এগিয়ে যায় ৩০ রানে।
৩০ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে হতাশ করেন সাদমান–বিজয়রা। কিন্তু অমিত হাসানের অসাধারণ সেঞ্চুরি ও ফজলে মাহমুদ রাব্বির ৯০ রানে ভর করে ২৭৭ রান সংগ্রহ করে মধ্যাঞ্চল। এরফলে দক্ষিণাঞ্চলের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩০৮ রান।
বড় লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণাঞ্চলকে হতাশ করেন সৌম্য–মিথুনরা। মাঝে আইচ মোল্লা, শুভাগত হোমরা চেষ্টা করলেও নাসুম আহমেদের পাঁচ উইকেটে ১৯৭ রানে অলআউট হয় দক্ষিণাঞ্চল। এরফলে ১১০ রানের বড় জয় পায় মধ্যাঞ্চল।
সংক্ষিপ্ত স্কোর:
মধ্যাঞ্চল (১ম ইনিংস) ৩১৩/১০
সাদমান ১৩০, ফজলে মাহমুদ ৫০, অমিত ৩০, নাসুম ৪৪*; আবু হায়দার ৫৫/৫, সৌম্য ১৭/২
দক্ষিণাঞ্চল (২য় ইনিংস) ২৮৩/১০
জাকের আলী ১৩৮*, মিথুন ৩৮, আরিফুল ২৯, রনি ২২; নাসুম ৮৪/৩, খালেদ ৫৬/৩
মধ্যাঞ্চল (২য় ইনিংস) ২৭৭/১০
অমিত ১১৬, ফজলে মাহমুদ ৯০; মুশফিক ৫৪/৫, রনি ৭১/৪
দক্ষিণাঞ্চল (২য় ইনিংস) ১৯৭/১০
আইচ ৫৯, আরিফুল ২৭; নাসুম ৯৪/৫, খালেদ ৩৩/২