সাকিব–তামিমকে নিয়ে হাথুরু। ছবি: সংগৃহীত
রাত পোহালেই ইংল্যান্ড সিরিজ, এরআগে ক্রিকবাজে দেওয়া সাক্ষাৎকারে একপ্রকার বোমা ফাটিয়েছিলেন পাপন। সাকিব–তামিমকে নিয়ে করা সেই মন্তব্যের পর ক্রিকেট পাড়ায় চলছে তা নিয়ে আলোচনা–সমালোচনা। এবার সেগুলোকে সমস্যা হিসেবে দেখছেন না চণ্ডিকা হাথুরাসিংহে।
পাপন ক্রিকবাজে জানিয়েছেন তামিম–সাকিবের সম্পর্ক ভালো নেই। এমনকি তারা প্রয়োজন ছাড়া কথাও বলেনা। তবে, পাপনের এম কথা উড়িয়ে দিয়েছিলেন তামিম ইকবাল।
গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) আমেরিকা থেকে ফিরে অনুশীলনে আসেন সাকিব। এরপর সাকিব–তামিমকে কথা বলতে দেখা যায়, একই সাথে ব্যাটিং অনুশীলনের সময় সাকিবের থেকে নেট বোলারও চেয়ে নেন তিনি।
আজ মিরপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হোন বাংলাদেশের হেড কোচ চণ্ডিকা হাথুরাসিংহে। তার কাছে সাকিব - তামিমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে দেন সোজা উত্তর।
হাথুরু বলেন, ‘আমি বাংলাদেশে এসেছি মাত্র ৭ দিন হয়েছে। যেটুকু সময় ছিলাম ড্রেসিংরুমেও সবাইকে পাইনি। তবে এটুকু বলতে পারি, তারা (সাকিব ও তামিম) যখন খেলে তখন একটা দল হিসেবেই খেলে। আর জাতীয় দলের হয়ে খেলার সময় আপনি এই আশাটুকুই করবেন। বাইরে যেতে বা ডিনারে যেতে তো আপনাকে বেস্ট ফ্রেন্ড হতে হয়না। যতক্ষণ পর্যন্ত না এটা দলে কোনো প্রভাব ফেলছে, আমি একে কোনো সমস্যা হিসেবে দেখি না।’