সংবাদ সম্মেলনে মঈন আলী৷ ছবি: সংগৃহীত
ঘরের মাঠে বাংলাদেশ বেশ ভয়ংকর দল, আর ফরম্যাট যদি ওয়ানডে হয় তাহলে তো কথাই নেই। রাত পোহালেই নিজেদের সেরা ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ঘরের মাঠে সবশেষ ভারতকে হারানো বাংলাদেশকে ফেভারিট মানছেন মঈন আলী, তবে নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন বলেও দাবী মঈন আলীর।
বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সাম্প্রতিক সময়ে আগ্রাসী ক্রিকেট খেলা ইংল্যান্ড নতুন ভাবে মেলে ধরেছে নিজেদের। তবে বাংলাদেশের বিপক্ষে নামার আগে বাংলাদেশকে ফেভারিট মানছেন তিনি।
আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হোন মঈন আলী৷ সেখানেই এমনটা জানান তিনি। মঈন আলী বলেন, ‘কে ফেভারিট সেটা বিষয় না, ঘরের মাঠে বাংলাদেশ সবসময়ই ভালো, ফেভারিট। আমরা শেষ ১০ ম্যাচের ৮ ম্যাচে হেরেছি, কিন্তু আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। লম্বা সময়ের জন্য আমরা ফেভারিট দল পাইনি। এবারের দলটা বেশ ভালো।’
এশিয়ার উইকেট বরাবরই স্পিন সহায়ক। এশিয়ায় উইকেটে বাটলার–মঈনদের নিয়মিত খেলার অভিজ্ঞতাও রয়েছে। সবশেষ বিপিএলের আসরেও মাঠ মাতিয়েছে মঈন আলী। বাংলাদেশে স্পিনের বিপক্ষে একটা পরীক্ষা দিতে হবে ইংল্যান্ডকে। আর সেভাবে নিজেদের শানিয়ে নিয়েছেন মঈন আলীরা।
এই বিষয়ে মঈন বলেন, ‘আপনি যখন এশিয়ায় খেলতে হবে তখন আপনাকে স্পিনের বিপক্ষে পরীক্ষা দিতেই হবে। দল হিসেবে বাংলাদেশ অনেক ভালো, বিগত কয়েক বছর বেশ উন্নতি করেছে। শুধু স্পিনার না, ওদের পেসাররাও ভালো করছে। আমরা আমাদের সেরা প্রস্তুতি নিয়েই নামবো।’